আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রায় দুই ঘণ্টার ভার্চুয়াল বৈঠক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে কেন্দ্র করে সারা বিশ্ব যখন বিস্ফোরণোন্মুখ অবস্থায় রয়েছেন তখন গতকাল (শুক্রবার) দুই প্রেসিডেন্ট গুরুত্বপূর্ণ বৈঠক করলেন। খবর পার্সটুডে’র।
চীনা প্রেসিডেন্ট জো বাইডেনকে যত তাড়াতাড়ি সম্ভব এই যুদ্ধ বন্ধের ব্যবস্থা নেয়ার কথা বলেছেন শি জিনপিং। তিনি বলেন, আমেরিকা এবং ন্যাটো সামরিক জোটের উচিত ইউক্রেনের জটিল সংকট নিরসনের জন্য রাশিয়ার সঙ্গে সংলাপে বসা। এক্ষেত্রে রাশিয়া ও ইউক্রেনের নিরাপত্তা উদ্বেগকে বিবেচনায় নেয়া দরকার বলেও তিনি উল্লেখ করেন।
শি জিনপিং স্পষ্ট করে বলেছেন, “ইউক্রেন সংকট এবং সংঘাত কোনো পক্ষের স্বার্থ রক্ষা করবে না। তিনি বলেন, ইউক্রেন সংকট এমন কোন কিছু নয় যা আমরা দেখতে চাই। ফলে চলমান যুদ্ধের অবসান ও মানবিক বিপর্যয় এডানোর জন্যএই মুহূর্তে সংলাপ ও যোগাযোগকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।”
চীনা প্রেসিডেন্ট বলেন, বেইজিং এবং ওয়াশিংটনকে আন্তর্জাতিক দায়িত্ব কাঁধে নিতে হবে, মনে রাখতে হবে শান্তি ও নিরাপত্তা হচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ।
প্রায় দুই ঘণ্টার বৈঠকে প্রেসিডেন্ট জো বাইডেন চীনা প্রেসিডেন্টকে হুমকি দিয়ে বলেছেন, চীন যদি রাশিয়াকে সামরিক সহায়তা করে তাহলে বেইজিংকে মারাত্মক পরিণতি বরণ করতে হবে। দুই প্রেসিডেন্টের বৈঠক শেষে হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি এ তথ্য জানান। তিনি বলেন, চীনা প্রেসিডেন্টকে জো বাইডেন বলেছেন যে, ইউক্রেনের শহর এবং গ্রামগুলোতে রাশিয়া যে বর্বরতা চালাচ্ছে তার প্রতি যদি চীন সামরিক সহায়তা দিয়ে সমর্থন জানায় তাহলে বেইজিংকে কঠোর পরিণতির মুখে পড়তে হবে। তবে চীনকে কী ধরনের পরিণতি বরণ করতে হবে জেন সাকি তা পরিষ্কার করেন নি। তবে দুই নেতার বৈঠকের আগে মার্কিন কর্মকর্তারা সাংবাদিকদের বলেছিলেন, রাশিয়ার প্রতি যদি চীন কোনো সামরিক সমর্থন জানায় তাহলে চীনকে বাণিজ্য নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।