বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চলতি বছর সেমিকন্ডাক্টর চিপ শিল্পে ৫৬ দশমিক ৭ ট্রিলিয়ন ওন (৪ হাজার ৭৪০ কোটি ডলার) বিনিয়োগের জন্য প্রস্তুত দক্ষিণ কোরিয়া। কর্মসংস্থান তৈরি, সরবরাহ শৃঙ্খল শক্তিশালীকরণের লক্ষ্যে এ অর্থ বিনিয়োগ করা হবে। মূলত মেধা সংকট ও বৈশ্বিক অনিশ্চয়তা মোকাবেলায় এ পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটি। সম্প্রতি একটি লবি গ্রুপের দেয়া তথ্যে এমনটা উঠে আসে। খবর দ্য কোরিয়া হেরাল্ড।
কোরিয়া সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের দেয়া তথ্যানুসারে, চলতি বছর দেশজুড়ে থাকা দেড়শর মতো কোম্পানির বিনিয়োগের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা গত বছরের মোট বিনিয়োগের তুলনায় ১০ শতাংশের মতো বেশি। গত বছর সেমিকন্ডাক্টর শিল্পে কোরিয়ার স্থানীয় কোম্পানিগুলোর মোট বিনিয়োগের পরিমাণ ছিল ৫১ দশমিক ৬ ট্রিলিয়ন ওন।
বিনিয়োগ লক্ষ্যমাত্রার পূর্বাভাস দেয়া লবি গ্রুপটি বর্তমানে স্যামসাং ইলেকট্রনিকসের প্রেসিডেন্ট লি জং বে দ্বারা পরিচালিত হচ্ছে, যিনি কোম্পানিটির মেমোরি চিপ ব্যবসার প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন। লবি গ্রুপের দেয়া তথ্যমতে, সামগ্রিক বিনিয়োগ লক্ষ্যমাত্রার মধ্যে ১ দশমিক ৮ ট্রিলিয়ন ওন বিনিয়োগ করা হবে ক্ষুদ্র ও মাঝারি মাত্রার প্রতিষ্ঠানগুলোয়; যারা কাঁচামাল, খুচরা যন্ত্রাংশ, উপকরণ, সেমিকন্ডাক্টরের প্রাক-প্রক্রিয়াকরণের সঙ্গে সম্পর্কিত। ১ দশমিক ৩ ট্রিলিয়ন ব্যয় করা হবে এসএমই খাতে। যেসব প্রতিষ্ঠান চিপ ডিজাইন এবং সিলিকন ও কার্বাইডের মাধ্যমে সেমিকন্ডাক্টরকে যৌগ মিশ্রণে পরিণত করে।
গতকাল দক্ষিণ কোরিয়ার শিল্পমন্ত্রী মুন সাং উক এবং সেমিকন্ডাক্টর শিল্পের প্রতিনিধিদের সঙ্গে দেশটির রাজধানী সিউলে অনুষ্ঠিত এক বৈঠকের সময় এ পরিকল্পনা উন্মোচন করা হয়। বৈঠকে স্যামসাং ইলেকট্রনিকসের প্রেসিডেন্ট লি জং বেও উপস্থিত ছিলেন।
এ সময় চলতি বছরের শেষ নাগাদ সেমিকন্ডাক্টর শিল্পে পেশাদার তৈরির লক্ষ্যে কলেজগুলোয় কারিকুলাম প্রণয়ন করা হবে বলে জানান শিল্পমন্ত্রী মুন সাং উক। এর মাধ্যমে প্রতি বছর ১ হাজার ২০০ পেশাদার চিপ প্রফেশনালকে পরিচর্যা করা হবে।
২০২১ সালে সেমিকন্ডাক্টর খাতের জন্য একটি বৃহৎ পরিকল্পনা প্রকাশ করে দক্ষিণ কোরিয়া। এ পরিকল্পনার আওতায় ২০৩০ সালের মধ্যে দেশটির সেমিকন্ডাক্টর শিল্পে ৫১০ ট্রিলিয়ন ওন বিনিয়োগের লক্ষ্যমাত্রা হাতে নেয়। ‘কো-সেমিকন্ডাক্টর বেল্ট ইনিশিয়েটিভ’ অনুসারে সরবরাহ শৃঙ্খল নিরাপদ করতে এ বৃহৎ আকারের বিনিয়োগ লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করবে দক্ষিণ কোরিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।