সুখবর পেলেন বলিউড বাদশা শাহরুখ খান। প্রথমবারের মতো ঠাঁই পেলেন ভারতের ধনকুবেরের তালিকায়। বুধবার (১ অক্টোবর) হুরুনের তরফে প্রকাশিত হয়েছে ভারতের শীর্ষ ধনকুবেরদের তালিকা। ১২ হাজার ৪৯০ কোটি রুপি নিয়ে তালিকায় ঠাঁই করে নিয়েছেন শাহরুখ। শীর্ষ ধনীর সিংহাসন ধরে রাখতে সফল হয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি। তার সম্পত্তির পরিমাণ ৯.৫৫ লক্ষ কোটি রুপি।
হুরুন ধনী তালিকা ২০২৫ অনুযায়ী, ভারতে ধনকুবেরদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫০। গত ১৩ বছরে ধনকুবেরদের সংখ্যা এক লাফে ছয় গুণ বেড়েছে। দেশের ধনকুবেরদের সম্মিলিত সম্পদের পরিমাণ ১৬৭ লক্ষ কোটি। যা জিডিপির অর্ধেকের কাছাকাছি। শীর্ষ ধনীর সিংহাসন ধরে রেখেছেন মুকেশ আম্বানি। ধীরুভাই আম্বানির বড় ছেলের পারিবারিক সম্পদের পরিমাণ ৯.৫৫ লক্ষ কোটি রুপি।
দ্বিতীয় স্থানে রয়েছেন আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানি। তার সম্পত্তির পরিমাণ ৮.১৫ লক্ষ কোটি রুপি। আর ২.৮৪ লক্ষ কোটি রুপির সম্পত্তি নিয়ে তিন নম্বরে রয়েছেন রোশনি নাদার মালহোত্রা। শুধু তাই নয়, ভারতের সবচেয়ে ধনশালী মহিলার পাশাপাশি রোশনি ধনকুবেরদের তালিকায় তিন নম্বরে জায়গা করে নিয়ে ইতিহাস গড়েছেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থা পেরফেলেক্সিটির প্রতিষ্ঠাতা ৩১ বছরের অরবিন্দ শ্রীনিবাস ২১ হাজার ৯৯০ রুপির সম্পত্তি নিয়ে ধনকুবেরদের তালিকায় চার নম্বরে জায়গা করে নিয়েছেন। বলিউডের সঙ্গে জড়িত তারকাদের মধ্যে শীর্ষে রয়েছেন শাহরুখ খান। দ্বিতীয়স্থানে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অন্যতম কর্ণধার জুহি চাওলা। তার সম্পত্তির পরিমাণ ৭ হাজার ৭৯০ কোটি রুপি। বলিউডের আর এক তারকা হৃত্বিক রোশনের সম্পত্তির পরিমাণ ২ হাজার ১৬০ কোটি রুপি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।