“ধর্মকে রাজনীতির পুঁজি হিসেবে ব্যবহার করা যাবে না। ধর্ম মানুষকে বিভক্ত নয়, ঐক্যবদ্ধ করে—এই শিক্ষা আমাদের নিতে হবে।” বুধবার (৮ অক্টোবর) বিকেলে খুলনার দিঘলিয়ায় যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এ কথা বলেন।
“যুব সমাজের অঙ্গীকার, ফেরাতে হবে ভোটের অধিকার” এই শ্লোগানে দিঘলিয়া উপজেলার সেনাটি শিব মন্দির মাঠে আয়োজিত এ যুব সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা ভিত্তিক এই সমাবেশের আয়োজন করা হয়।
আজিজুল বারী হেলাল বলেন, “গণতন্ত্র ও ভোটের অধিকারের জন্য বিএনপি আন্দোলন করে যাচ্ছে। গত ১৭ বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি। এবার যেন জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সেজন্য প্রশাসন, নির্বাচন কমিশন ও জনগণকে একসাথে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা চাই—সব রাজনৈতিক দল, জামায়াত, নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন, কমিউনিস্ট পার্টি—সবাই ঐক্যবদ্ধ হোক।”
সভায় প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা যুবদলের আহ্বায়ক এবাদুল হক রুবায়েত। বিশেষ বক্তা ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম. সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক ও খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু।
সভায় আরও উপস্থিত ছিলেন শরীফ ইকবাল হোসেন, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামানসহ উপজেলা ও জেলা পর্যায়ের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশের সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরত-ই-এলাহি স্পিকার এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।