Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে ধর্ষনের হার কমাতে ধর্ষককে রাসায়নিক প্রয়োগের মাধ্যমে খোজা করা বা ধর্ষকের পুরুষাঙ্গ অকেজো করার বিধান রেখে অধ্যাদেশ পাশ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে মন্ত্রীসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। ক্রমবর্ধমান ধর্ষণ রোধে মন্ত্রীসভায় দুইটি অধ্যাদেশের অনুমোদন হয়েছে। যেখানে ধর্ষকদের কঠোর শাস্তি এবং ফাঁসির বিধান রাখা হয়েছে এবং ধর্ষর্নের সংঙা পরিবর্তন করা হয়েছে। তবে এসব শাস্তি প্রকাশ্যে দেয়া হবে না।
এছাড়াও প্রস্তাবিত আইনটিতে ধর্ষনে ভুক্তভোগীদের জন্য ডাক্তারদের বিতর্কিত ‘দুই আঙ্গুল পরীক্ষা’ নিষিদ্ধ করা হয়েছে। ধর্ষকবিরোধী অধ্যাদেশ-২০২০ এবং পাকিস্তান দন্ডবিধি (সংশোধন) অধ্যাদেশ-২০২০ অনুমোদনকে বিরাট সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেছে পাকিস্তান সরকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।