বিনোদন ডেস্ক: দেশের জনপ্রিয় নায়ক শাকিব খানের বিরুদ্ধে ধ’র্ষ’ণে’র অভিযোগ তুলেছেন ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্লাহ। সেই অভিযোগের বিপরীতে শাকিব খান বলছেন, রহমত উল্লাহ সিনেমাটির প্রযোজকই নন; এর প্রযোজক জানে আলম। শনিবার দিবাগত রাতে ওই প্রযোজকের বিরুদ্ধে মামলা করতে থানায়ও যান শাকিব। কিন্তু ত্রুটিপূর্ণ আবেদন থাকায় মামলায় নেননি পুলিশ।
ঠিক এই সময়েরই অস্ট্রেলিয়ার শুটিংয়ের ইস্যু টেনে স্ট্যাটাস দেন বুবলী। কারণ ‘সুপার হিরো’ সিনেমার নায়িকা হিসেবে বুবলীর স্ট্যাটাসও এ ঘটনায় প্রাসঙ্গিক। বুবলী তার এই স্ট্যাটাসে শাকিবের মামলা বা গ্রেপ্তার নয়, শোনালেন আতিথেয়তার সুন্দর গল্প।
বুবলী লিখেন, ২০১৮ সালে ‘সুপার হিরো’ সিনেমার শুটিংয়ের সময় অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের তখনকার সংস্কৃতিমন্ত্রী রে উইলিয়ামস রাজ্য সংসদ ভবনের নিজ কার্যালয়ে শাকিব খানসহ অন্যান্য শিল্পী-কুশলীকে মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই ডাকে সাড়া দিয়ে নির্মাতা আশিকুর রহমানসহ অস্ট্রেলিয়া সরকারের আতিথেয়তা গ্রহণ করেন তারা।
বুবলী বলেন, ‘‘সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর আতিথেয়তায় আমরা বেশ মুগ্ধ হয়েছিলাম। সিনেমাটির অস্ট্রেলিয়ায় শুটিংয়ের ব্যাপারে তারা অনুমতি দেওয়ার পাশাপাশি নানাভাবে সহযোগিতা করেন। এর জন্য আমরা কৃতজ্ঞতাও প্রকাশ করেছি। ‘সুপার হিরো’ সিনেমার মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার বিভিন্ন দর্শনীয় স্থান আমাদের দর্শকদের সামনে তুলে ধরছি, এজন্য দুজন মন্ত্রী আমাদের ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ে অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে যেকোনো সহযোগিতা করার আশ্বাসও দেন।’’
সর্বশেষ বাক্যে বুবলী বোঝাতে চেয়েছেন, অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা তিক্ত নয়, বরং সুন্দর ছিল। তার ভাষায়— ‘সুন্দর এবং সম্মানের অভিজ্ঞতা বরাবরই স্বচ্ছ ও সত্য।’
রহমত উল্লাহর অভিযোগে বলা হয়েছে, ২০১৭ সালে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার দৃশ্যধারণের সময় এক নারী সহপ্রযোজককে ‘ধ’র্ষ’ণ’ করেন শাকিব খান। সেই অভিযোগপত্রে তিনি এ-ও জানান, ২০১৮ সালে নাকি অস্ট্রেলিয়া পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন শাকিব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।