জানা যায়, ধর্ষণের শিকার ওই স্কুলছাত্রী জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের হরিপুর নয়াপাড়া এলাকায় তার নানার বাড়ি থাকতো। সোমবার (২৮ জুন) বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী যুবক মিলন তাকে জোরপূর্বক ধর্ষণের পর পালানোর চেষ্টা করে। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় এলাকাবাসী মিলনকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে সোমবার রাতেই ভুক্তভোগীর মা বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি ধর্ষণ মামলা করেন।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মিলনকে আটক করা হয়েছে এবং থানায় একটি মামলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।