জুমবাংলা ডেস্ক : কুড়িগ্রামের উলিপুর উপজেলার ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. মহুবর রহমান (৫৫) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ মার্চ) রাতে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (৩১ মার্চ) গ্রেফতার মো. মহুবর রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতে ধর্ষণ করার কথা স্বীকার করে ম্যাজিস্ট্রেটের সামনে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মহুবর।
এদিকে জেনারেল হাসপাতালে ধর্ষণের শিকার হওয়া শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ ছাড়া ম্যাজিস্ট্রেটের সামনে শিশুটির এবং প্রত্যক্ষদর্শী অপর এক শিশুর জবানবন্দি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. হারিছুর রহমান।