জুমবাংলা ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে ধান ও খড়বোঝাই একটি ট্রাক্টর-ট্রলি ওভারটেক করতে গিয়ে সংঘর্ষে মো. নাহিদ (৩৫) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের দারিয়াপুর হাতাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাহিদ রাজশাহী মহানগরের চন্দ্রিমা থানার মেহেরচন্ডি দক্ষিণপাড়া মহল্লার আব্দুস সামাদের ছেলে। তার স্ত্রী চাঁপা ইয়াসমিন (৩০) চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসের হিসাব সহকারী হিসেবে কর্মরত। তিনি আড়াই বছরের একমাত্র শিশু সন্তান নিয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরে একটি ভাড়া বাড়িতে থাকেন। সেখানে নাহিদও পরিবারের সঙ্গেই বসবাস করতেন। তিনি অনলাইনে ওয়েব ডেভেলপারের কাজ করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেল নিয়ে নাহিদ রাজশাহীতে বাবা-মার সঙ্গে দেখা করে চাঁপাইনবাবগঞ্জের বাড়িতে ফেরার পথে র্যাব ক্যাম্পের অদূরে দারিয়াপুর হাতাপাড়া এলাকায় ধান ও খড়বোঝাই ট্রলিটিকে ওভারটেক করার চেষ্টাকালে সংঘর্ষে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে আহত হন। এ ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় র্যাব-ফায়ার সার্ভিস মিলে দ্রুত নাহিদকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একই সময় ট্রলিচালক জেলার শিবগঞ্জ উপজেলার আটলশিয়া গ্রামের নুহু আলমের ছেলে মো. ফয়সালকে (২৪) আটক করে পুলিশে সোপর্দ করেন।
বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই বলেন, পুলিশ ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাটি জানতে পেরে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।