
Advertisement
যশোর প্রতিনিধি: যশোরের মণিরামপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় সাইফুলের অন্তঃসত্ত্বা স্ত্রী মুরশিদা খাতুন আহত হন।
উপজেলার চণ্ডিপুর গ্রামে সোমবার রাতে এই দুর্ঘটনাটি ঘটে। মৃত সাইফুল ইসলাম একই গ্রামের মৃত জিনায়েতউল্লাহর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মাহাবুর রহমান জানান, রাত সাড়ে ১০টার দিকে বিদ্যুৎচালিত মেশিনের সুইচ দিয়ে বোরো ধান পরিষ্কার করছিলেন সাইফুল ও তার স্ত্রী মুরশিদা। এ সময় মেশিনটি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন এই দম্পতি। তাদের উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসাদুজ্জামান বলেন, হাসপাতালে আনার আগেই সাইফুলের মৃত্যু হয়েছে। তার স্ত্রী মুরশিদা আশঙ্কামুক্ত। তিনি বাড়ি ফিরেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।