আশরাফুল ইসলাম : ঢাকার ধামরাইয়ে সূয়াপুর বাজারে সামছুল হক মার্কেটে ফার্নিসারের দুইটি দোকান ও দুইটি বেডরুমে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্বর্ণ, নগদ টাকা ও আসবাবপত্র পুরে ছাই হয়ে গেছে ।
মঙ্গলবার (১৪ নভেম্বর) গভীর রাতে সুয়াপুর বাজার সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা মোঃ সামছুল হক এর মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এঘটনায় প্রায় ২০ লক্ষ টাকারও অধিক ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বীর মুক্তিযোদ্ধা মোঃ সামছুল হক, এর ছেলে পুলিশ সদস্য মোঃ তাজুল ইসলাম (রিপন) বলেন – গতকাল গভীর রাতে প্রথমে ফার্নিসার দোকানে আগুন লাগে সেই আগুন পর্যায়ক্রমে ছড়িয়ে চারটি রুমে আগুন লাগপ, এতে আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মোঃ সামছুল হকের সনদপত্র, আমার শিক্ষা সনদপত্র, বাড়ির দলিল,ঘরের আসবাবপত্র সহ নগদ ৮ লক্ষ টাকা ও ৫ ভরি স্বর্ণ পুরে ছাই হয়ে গেছে, আমরা অনেক ক্ষতির সুম্মুক্ষীন হলাম, তবে দোকান ভাড়া দিয়েছি শুধু ফার্নিসারের ব্যবসার জন্য কিন্তু ভাড়াটিয়া নাজিমুদ্দিন ব্যাটারী চালিত অটোরিকশা অবৈধভাবে নিয়মিত দোকানে চার্জ দিয়ে আসছে আমরা বারবার নিষেধ করা সত্যও সে কথা শুনেনি, এই ব্যাটারী চার্জের কারনে বিদ্যুৎ সটসার্কিট হয়ে এই দূর্ঘটনা হয়েছে বলে আমাদের ধারনা।
এবিষয়ে ধামরাই ফায়ারসার্ভিস স্টেসন অফিসার মোঃ সোহেল রানা বলেন রাত সারে ১২ টার দিকে সূয়াপুর বাজারে আগুন লাগার খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিভাতে সক্ষম হই। তবে ক্ষতির পরিমাণ বাড়ির মালিকের বরাতে প্রায় ২০ লক্ষ টাকা বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।