ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের রোয়াইল গ্রামে রাধা গোবিন্দ মন্দিরে যাওয়ার রাস্তা বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে মন্দিরমুখী ভক্ত ও স্থানীয়দের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) ভোরে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় গ্রামবাসীর পক্ষে সাবেক ইউপি সদস্য ও স্থানীয় বাসিন্দা কিরণ প্রসাদ বাউল ধামরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, রোয়াইল গ্রামের বাসিন্দা আনন্দ রাজবংশী (৬০), গোবিন্দ রাজবংশী (৬৫), নিত্য রাজবংশী (৩৮), কৃষ্ণ রাজবংশী (৬২), কানাই রাজবংশী (৫৫) ও রঞ্জিত রাজবংশী (৫৫) মন্দিরে যাওয়ার পথে বাঁশের বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে গ্রামবাসীর উদ্যোগে রোয়াইল বাজারের দক্ষিণ পাশের শরীফের দোকান থেকে ভবেশ ঘোষের বাড়ি পর্যন্ত রাস্তা তৈরি করা হয়, যা মন্দিরে যাতায়াতের প্রধান পথ হিসেবে ব্যবহৃত হচ্ছিল। বুধবার ভোরে অভিযুক্তরা হঠাৎ করেই রাস্তায় দুইটি বাঁশের বেড়া দিয়ে পথটি বন্ধ করে দেয়।
এ ঘটনার প্রতিবাদে সকালে গ্রামবাসী সেখানে গেলে অভিযুক্তরা তাদের অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়েছে, চলতি মাসের ৭ নভেম্বর নিত্য রাজবংশী ফেসবুকে মন্দিরের রাস্তা নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করেন। এতে গ্রামজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বর্তমানে মন্দিরে যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।
সাবেক ইউপি সদস্য কিরণ প্রসাদ বাউল বলেন, “গ্রামবাসীর নিজস্ব অর্থায়নে তৈরি মন্দিরের রাস্তা হঠাৎ বন্ধ করে দেওয়ায় ভক্তদের জন্য বড় ধরনের দুর্ভোগ সৃষ্টি হয়েছে। আমরা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, “অভিযোগটি তদন্তাধীন রয়েছে। যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



