স্পোর্টস ডেস্ক : বেশ কিছুদিন আগে বাংলাদেশ দলের ভারত সফরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের চেয়েও আলোচিত ছিল দিল্লির বায়ুদূষণ। অবশ্য দূষণ সত্ত্বেও ম্যাচ থেমে যায়নি। তবে শনিবার ক্যানবেরায় বিগ ব্যাশের একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে ধোঁয়ার কারণে।

পূর্ব অস্ট্রেলিয়ায় লাগা বনের আগুনে অন্ধকারাচ্ছন্ন ক্যানবেরার আকাশ। এই অবস্থাতেও ফ্লাডলাইটের আলোয় অ্যাডিলেড স্ট্রাইকার্সের ইনিংস শেষ হয়। ৫ উইকেটে ১৬১ করে তারা। কিন্তু সময় যত বাড়ছিল পরিস্থিতি ততই বেগতিক হয়ে ওঠে।
যে কারণে ১৬২ রান তাড়া করতে নামা সিডনি থান্ডারের ইনিংসের মাত্র ৪.২ ওভার হতেই ক্রিকেটার, দর্শকদের নিরাপত্তার কথা ভেবে ম্যাচ পরিত্যক্ত করতে হয়েছে। ওই সময়ে ১ উইকেটে ৪০ করে থান্ডার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


