স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে অনেকেই সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক বলে থাকেন। একইভাবে এবার ধোনিকে সেরা অধিনায়ক বললেন ইংলিশ সাবেক তারকা ক্রিকেটার, কেভিন পিটারসেনও।
ইংল্যান্ডের সাবেক এই ব্যাটসম্যানের মতে, অধিনায়ক ধোনির দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই। সম্প্রতি, এক টিভি চ্যানেলে ধোনিকে সেরা অধিনায়ক বলেছেন পিটারসেন।
পিটারসেন বলেন, ধোনির উপরে যে প্রত্যাশার চাপটা ছিল, তা নিয়ে অধিনায়কত্ব করা মোটেই সোজা ব্যাপার ছিল না। ওর শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই।
কেপি আরও বলেছেন, এক বার ভেবে দেখবেন, কতটা প্রত্যাশার চাপ সামলাতে হতো ধোনিকে। এরপরেও দেশ এবং চেন্নাই সুপার কিংসকে (সিএসকে) নেতৃত্ব দিয়েছে অনেক সাফল্যের সঙ্গে।
প্রসঙ্গত, ভারতের জার্সিতে অধিনায়ক হিসেবে ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ সালে নিজ দেশে ৫০ ওভারের বিশ্বকাপ জিতেছেন ধোনি। সেইসঙ্গে ২০১৩ সালে ইংল্যান্ডে জিতেছেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিও। এ ছাড়া আইপিএলে সিএসকে-কে তিন বার ট্রফি জিতিয়ে দেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।