স্পোর্টস ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী আগামী বছরের মার্চে। এ উপলক্ষকে সমানে রেখে বিশেষ দুটি আন্তর্জাতিক টি২০ ম্যাচের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে মুখোমুখি হবে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশ।
ওই ম্যাচের জন্য এরইমধ্যেই ঢাকায় আমন্ত্রণ জানানো হয়েছে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভকে। তিনিও ‘হ্যাঁ’ বলে দিয়েছেন। সেই সঙ্গে ভারতীয় বোর্ডের কাছে বিসিবির অনুরোধ, এশিয়া একাদশে খেলার জন্য টিম ইন্ডিয়ার সেরা সাত ক্রিকেটারকে যেন বাংলাদেশ সফরে পাঠানো হয়। যতদূর জানা গেল, ওই সাত ক্রিকেটারের তালিকাও বিসিবি তৈরি করেছে, যেখানে রয়েছে মহেন্দ্র সিং ধোনির নামও।
আইসিসি স্বীকৃত আন্তর্জাতিক ম্যাচ দুটি আয়োজিত হবে ২০২০ সালের ১৮ ও ২১ মার্চ। ধোনি ছাড়াও তালিকায় আছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, জাসপ্রীত বুমরাহ, হার্দিক পাণ্ডিয়া, ভুবনেশ্বর কুমার এবং রবীন্দ্র জাদেজা।
এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘হ্যাঁ, এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুটি টি২০ ম্যাচ হবে বাংলাদেশে। বিসিসিআই এবং এশিয়ার অন্যান্য ক্রিকেট খেলুড়ে দেশের বোর্ডের সঙ্গে আমরা যোগাযোগ করছি। ক্রিকেটারদের খেলার অনুমতি দেওয়ার অনুরোধ করা হচ্ছে।’
সর্বশেষ বিশ্বকাপের সেমিফাইনালে ব্যাট হাতে দেখা গিয়েছিল তাকে। এরপর আর জাতীয় দলের জার্সি গায়ে উঠেনি। ধোনিকে ছাড়াই দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজ শেষ করে ভারত।
তবে তিন সিরিজের মধ্যে আলোচনাও কম হয়নি। কবে ফিরবেন, আর কী দেখা যাবে না? এমন গুঞ্জনের মাঝে তাহলে এবার স্বস্তির আভাসই মিলল। সেক্ষেত্রে সব কিছু ঠিকঠাক থাকলে আইপিএলের আগেই মাঠে দেখা যাবে ধোনিকে।
উল্লেখ্য, ২০২০ সালে মাঠে গড়াবে আইপিএলের ১৩তম আসর। ওই বছরের এপ্রিল থেকে মে পর্যন্ত হবে ভারতের জনপ্রিয় এই টুর্নামেন্টটি। মোট আট দলের অংশগ্রহণে রাউন্ড রবিন পদ্ধতিতে অনুষ্ঠিত হবে আইপিএল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।