স্পোর্টস ডেস্ক: ভারতের দীর্ঘ দিনের সফল উইকেটরক্ষক ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনির আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সময় এসেছে।
ভারতীয় ক্রিকেট বোর্ড দল থেকে বাদ দেওয়ার আগেই ধোনিকে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও ব্যাটিং তারকা সুনীল গাভাস্কার।
২০১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের পর থেকে ধোনি একটা ম্যাচও খেলেননি। ভারত স্কোয়াড থেকে নিজেকে প্রত্যাহার করেন ওয়েস্ট ইন্ডিজ সফরের পাশাপাশি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা টি-২০ সিরিজেও।
সুনীল গাভাস্কার গতকাল (২০ সেপ্টেম্বর) গণমাধ্যমকে জানান, ধোনির মাথায় কি চিন্তা আছে সেটা অন্য কেউ জানে না। ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে বসে সে তার ভবিষ্যৎ পরিকল্পনাটা জানাতে পারে।
গাভাস্কার বলেন, এখন ধোনির বয়স ৩৮। সামনের বছরের টি-২০ বিশ্বকাপ আসতে আসতে তার বয়স ৩৯-এর বেশি হবে। আর আমার মনে হয়ে ভারতীয় বোর্ডের এইদিকে নজর দেওয়া উচিত।
সাবেক এই অধিনায়ক বলেন, ধোনি ভারত ক্রিকেট দলের জন্য একজন গুরুত্বপুর্ণ খেলোয়াড় এবং মাঠে তার শান্তভাবটা দলের জন্য অনেক উপকারেও আসে।
তিনি আরও বলেন, কিন্তু এখন সময় চলে এসেছে। সবারই একটা জীবন আছে। বোর্ড তাকে দল থেকে বাদ দেওয়ার আগে নিজে থেকে তার অবসর নেওয়া উচিত।
মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল অর্জন করেছে অনেক কিছুই। ২০০৭-এ টি২০ ও ২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ ছাড়াও ২০১৩ সালে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিটাও ভারত জিতেছে তারই নেতৃত্বে। সূত্র: রয়টার্স
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।