বিশ্বকাপের মঞ্চে নিজেকে নতুন করে চিনিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। তার মাঝে পেস বোলিং অল-রাউন্ডার হওয়ার যে সকল যোগ্যতা আছে, সেটারও আভাস দিয়েছেন। ভারতের বিপক্ষে সাকিব ছাড়া দলের বাকীরা যখন ব্যর্থ, তিনিই তখন সাব্বির রহমানকে নিয়ে ৩৮ বলে অপরাজিত ৫১ রানের ইনিংস খেলে দেশকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন।
বুমরাহ, শামিদের সামলাতে যেখানে ঘাম ছুটছিল অনেক বড় দলের ব্যাটসম্যানের, সেখানে ৯টি চার মেরে এই অমূল্য ইনিংস গড়েন তিনি। ২ জুলাইয়ের ওই ম্যাচে সাইফুদ্দিনের আরেকটি স্বপ্ন পূরণ হয়েছিল। ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে খেলার স্বপ্ন।
ভারতের এক পত্রিকাকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেছেন, ‘ধোনি কেন অধিনায়ক হিসেবে এত সফল, তা জানার চেষ্টা করতাম ছোট থেকেই। বুঝতাম, উইকেটের পিছনে দাঁড়িয়ে আঙুল ও হাতের মাধ্যমে বোলারকে কিছু একটা নির্দেশ দেয়। ভারতের বিপক্ষে ব্যাট করার সময় প্রত্যেক বলের আগে এক বার ধোনির দিকে তাকাতাম। লক্ষ্য করতাম হাত দিয়ে ঠিক কী ইশারা করে!’
বিশ্বকাপের ওই ম্যাচেও তিনি ধোনির এসব ইশারা-ইঙ্গিত ধরে ফেলেছিলেন জানিয়ে সাইফ বলেন, ‘হার্দিক বল করার সময় ধোনিকে দেখছিলাম বারবার বুকে হাত দিচ্ছে। তার পরের বলটিই বাউন্সার করছে হার্দিক। তখনই বুঝলাম, এটা বাউন্সারের নির্দেশ। কখনও দেখছিলাম বুমরাকে পায়ের দিকে আঙুল দেখাচ্ছে। পরের বলেই ইয়র্কার ধেয়ে আসছে। এভাবেই একাধিক ইঙ্গিত দিয়ে ব্যাটসম্যানকে বিভ্রান্ত করার চেষ্টা করে ধোনি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।