স্পোর্টস ডেস্ক : অতি সাধারণ এক মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠেছেন। পড়াশোনা করেছেন খুব সাধারণ স্কুলে। বাবা ছিলেন সরকারি আবাসনের কেয়ারটেকার। নিজেকে বেশ সংগ্রামের ভেতর দিয়ে মানুষ করেছেন। পরিণত করেছেন, গর্বিত করেছেন তার আশেপাশের মানুষদের। তিনি ক্যাপ্টেন কুল মাহেন্দ্র সিং ধোনি। ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তী ক্রিকেটার ও অধিনায়ক।
ধোনি ও তার স্ত্রী সাক্ষীকে নিয়ে অনেকেরই জানা আছে। কিন্তু তাদের সন্তানকে সেভাবে চেনে না অনেকেই। তাদের সন্তান কোথায় পড়াশোনা করে এ নিয়েও আগ্রহ জন্মাতে দেখা গেছে নেটিজেনদের।
ধোনির কন্যার নাম জিভা সিং ধোনি। জন্ম ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি। আগামী বছর ৯ বছর বয়স হবে জিভার। বয়স কম হলেও জনপ্রিয়তায় ক্যাপ্টেন কুলের থেকে কম কিছু না। ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট আছে তার। সেখানে তার ফলোয়ারের সংখ্যা ২৩ লাখ।
চার বছর হল শুরু হয়েছে জিভার স্কুলজীবন। সে হিসেবে তৃতীয় শ্রেণিতে ওঠার কথা তার। তাকে ভর্তি করিয়েছেন রাঁচীরই একটি স্কুলে। রাঁচীর দাভ জওহর বিদ্যামন্দিরের ছাত্র ছিলেন ধোনি। মেয়েকে রাঁচীর সেরা স্কুলে ভর্তি ভর্তি করিয়েছেন।
আন্তর্জাতিক মানের এ বেসরকারি বোর্ডিং স্কুলটি রাঁচী তো বটেই, দেশের অন্যতম সেরা বোর্ডিং স্কুলগুলির একটি এটি।
২০০৮ সালে লন্ডন স্কুল অফ ইকোনমিকসের ছাত্র অমিত বাজলা স্কুলটি তৈরি করেন। পড়াশোনা করানোর ধরনের জন্য অমিতের স্কুল দেশের সেরা স্কুলগুলির মধ্যে জায়গা করে নিয়েছে। প্রথাগত পড়াশোনার থেকে হাতেকলমে শিক্ষায় বিশ্বাসী এ স্কুল। প্রায়োগিক পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের ব্যক্তিত্ব তৈরিতেও সমান মনোযোগ দেন এ স্কুলের শিক্ষকরা।
এ দিক থেকে স্কুলটিকে অনেকটা ‘থ্রি ইডিয়টস’ ছবির রণছড়দাস চাঁচরের তৈরি স্কুলের সঙ্গে মিলানো যায়। এ স্কুলই শিক্ষার্থীদের সামগ্রিক শিক্ষার দেখভাল করে। কৃষিকাজ থেকে শুরু করে ঘোড়ায় চড়া, সাঁতার, খেলাধুলা সবই শেখানো হয় এখানে।
এ স্কুল পড়ুয়াদের সামগ্রিক শিক্ষার দেখভাল করে। তাই কৃষিকাজ থেকে শুরু করে ঘোড়ায় চড়া, সাঁতার, খেলাধুলা সবই শেখে এখানকার পড়ুয়ারা।
৬৫ একরের ক্যাম্পাসে খেলার মাঠে চলে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, টেনিস সব কিছুই। এমনকি, খোলা আকাশের নীচে ছাত্র-ছাত্রীদের নাচ, গান, আঁকা, এমনকি, নানা রকম বাদ্যযন্ত্র শেখার ব্যবস্থাও আছে।
স্কুলের ওয়েবসাইটের বেতন পরিকাঠামো বলছে অষ্টম শ্রেণি পর্যন্ত বাৎসরিক বেতন ৪ লক্ষ ৪০ হাজার টাকা। নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এ বেতনের অঙ্ক ৪ লক্ষ ৮০ হাজার টাকা।
স্কুলের বাইরে জিভাকে দেখা না গেলেও ভক্তদের নিরাশ করেননি ধোনি। জিভাকে শেষবার দেখা গিয়েছিল আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়ন হওয়ার পর মাঠের মধ্যে বাবার সঙ্গে ট্রফি নিয়ে আনন্দ করার সময়। যা সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।