Advertisement
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় আন্তর্জাতিক নদী কৃত্য দিবস পালন হয়েছে। আজ শনিবার দুপুরে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের উদ্যোগে ছোট যমুনা নদীতে ভাসমান নৌকায় দাঁড়িয়ে মানববন্ধন পালন করা হয়।
এ সময় বক্তারা বলেন, নদীর সাথে জড়িয়ে আছে জীববৈচিত্র মানুষের জীবন জাপন ও প্রকৃতির ভারসাম্য রক্ষা। অথচ নদীগুলো রক্ষায় তেমন কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না।
দখলের কারণে উত্তরাঞ্চলের বেশীর ভাগ নদীর স্বাভাবিক প্রবাহ হারিয়ে গেছে। দূষণের কারণে হারিয়ে যাচ্ছে মাছ ও জলজ উদ্ভিদ। হুমকির মুখে পড়ছে নদী পাড়ের মানুষ ও জীব বৈচিত্র। কলকারখানার বর্জ্য ফেলায় নদীর পানি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন পরিবেশ আন্দোলনের নেতা অধ্যাপক শরীফুল ইসলাম খাঁন, এ্যাডভোকেট ডিএম আব্দুল বারি, বিন আলী পিন্টু, রফিকুল ইসলাম প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।