নওয়াজকন্যা যেন মিনি দীপিকা, বলিউডে পা রাখার প্রসঙ্গে যা বললেন বাবা

বিনোদন ডেস্ক : ভারতীয় চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা অনুরাগ কাশ্যপকন্যা আলিয়া কাশ্যপের বিয়েতে দেখা গেছে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর মেয়ে শোরা সিদ্দিকীর। আর তারপর থেকেই নওয়াজকন্যার সৌন্দর্য টক অফ দ্য টাউন। নওয়াজকন্যার রূপে মুগ্ধ বিয়েবাড়ির আমন্ত্রিত অতিথিরা। বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখার ইচ্ছে তার। দেখতে যেন অবিকল দীপিকা পাড়ুকোন। এ যেন মিনি দীপিকাও জানিয়েছেন নেটিজেনরা।

আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, নওয়াজউদ্দিন সিদ্দিকীর মেয়ে শোরা সিদ্দিকী সম্প্রতি বাবার সঙ্গে আলিয়া কাশ্যপের বিয়েতে অংশ নিয়েছিলেন। সেই থেকে চর্চায় এ তারকা-কন্যা। নেটিজেনরা তো বটেই, শোরার সৌন্দর্যের প্রশংসা করেছেন আলিয়ার বিয়ের অনুষ্ঠানে আসা তারকারাও। এমনকি তাকে অনেকেই ‘মিনি দীপিকা’ বলে অভিহিত করেছেন।

শোরাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নওয়াজউদ্দিন সিদ্দিকী সামাজিক যোগযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করেছেন, যা তার একাধিক ছবি ও ভিডিও নিয়ে তৈরি করেছেন অভিনেতা বাবা। তবে এই রিল সামনে আসার পর থেকেই নওয়াজকন্যার সৌন্দর্য চোখ কেড়ে নিয়েছে।

‘Happy Birthday Shora’ লিখে ভিডিও পোস্ট করেন নওয়াজউদ্দিন। এতে কমেন্ট করে অনুরাগ কাশ্যপ লিখেছেন—কী সুন্দর দেখতে। অম্রুতা সুভাষ লিখেছেন—ও কিন্তু ভীষণ সুন্দরী। এক নেটিজেন লিখেছেন—এ তো মিনি দীপিকা। আরেক নেটিজেন লিখেছেন—আমার তো মনে হচ্ছে দীপিকা পাড়ুকোন আর রাধিকা আপ্তেকে গুলে শোরাকে তৈরি করা হয়েছে।

পরিচালক অনুরাগের মেয়ে আলিয়ার গত বুধবার (১১ ডিসেম্বর) মুম্বাইয়ে একটি জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানে শেন গ্রেগের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। নওয়াজউদ্দিন ও শোরা এ দম্পতির বিবাহোত্তর সংবর্ধনায় অংশ নিয়েছিলেন এবং পরে নওয়াজকন্যা তার সৌন্দর্য দিয়ে নেটপাড়ার মনজয় করে নেয়। ওয়াজউদ্দিন একটি টিল সবুজ শেরওয়ানি পরেছিলেন এবং শোরা বেছে নেন সবুজ এথনিক পোশাক।

এর আগে নওয়াজউদ্দিন সিদ্দিকী জানিয়েছিলেন, তার মেয়ে শোরাও তার পদাঙ্ক অনুসরণ করে অভিনেত্রী হওয়ার পরিকল্পনা করছেন। মাঝে বাবা ও মেয়ের মধ্যে দূরত্বের কথাও সামনে আসে। বিশেষ করে যখন নওয়াজ ও তার স্ত্রী আলিয়ার মধ্যে আইনি লড়াই চলছিল। তবে সাম্প্রতিক পোস্ট নির্দেশ করছে, সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েছে বাবা আর মেয়ে।

এসব কী দেখছি আমি: রাশমিকা

মেয়ের বলিউডে পা রাখা নিয়ে নওয়াজ জানিয়েছিলেন, সম্পূর্ণ রূপে তিনি এই জার্নিতে শোরার পাশে থাকতে প্রস্তুত। এমনকি মেয়েকে অ্যাক্টিং স্কুলে ভর্তি করিয়েছেন বলেও নওয়াজ জানিয়েছিলেন সেই সময়। কাজের সূত্রে, অভিনেতাকে শেষ দেখা হেছে হরর সিনেমা ‘অদ্ভুত’-এ।