জুমবাংলা ডেস্ক : ঈদুল ফিতর সামনে রেখে নগদ টাকার লেনদেন বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে ব্যাংক থেকে উত্তোলন ও বহনের ক্ষেত্রে ১৫টি নির্দেশনা দিয়েছে পুলিশ। এতে বড় অঙ্কের টাকা বহনের সময়ে পুলিশ এস্কর্ট সেবা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। গতকাল সোমবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দফতর থেকে এসব নির্দেশনা দেওয়া হয়।
গত রবিবার রাজধানীর যাত্রাবাড়ীতে অস্ত্রের মুখে ৫৫ লাখ টাকা ছিনতাই হয়। পাশাপাশি একটি ব্যাংকের গাড়ি থেকে ৮০ লাখ টাকাভর্তি বস্তা খোয়া যায়। রোজা শুরুর পর পুরান ঢাকার ইসলামপুরে ফলের একজন আড়তদারের ১০ লাখ টাকা ছিনতাই হয়। এমন পরিস্থিতিতে টাকা তোলা ও বহনে পুলিশের ১৫ নির্দেশনা এলো। পাশাপাশি পুলিশের এস্কর্ট সেবা পাওয়ার জন্য আটটি ক্রাইম বিভাগে ফোন নম্বরও চালু করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অর্থের লেনদেন ও স্থানান্তর বেড়ে যায়। সেই সঙ্গে চুরি, ছিনতাই, দস্যুতাসহ মলম পার্টি ও অজ্ঞান পার্টির তৎপরতাও বৃদ্ধির আশঙ্কা থাকে। এবার করোনাভাইরাস আতঙ্কে ঢাকার রাস্তাঘাট অন্যান্য সময়ের চেয়ে অনেকটাই ফাঁকা।
পুলিশের এই কর্মকর্তা বলেন, এমন পরিস্থিতিতে বড় অঙ্কের অর্থ বহনে ডিএমপির পক্ষ থেকে মানি এস্কর্ট সেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি নগরবাসীকে বেশকিছু নির্দেশনাও দেওয়া হয়েছে।
ডিএমপির নির্দেশনায় বড় অঙ্কের অর্থ একা বহন না করা এবং অর্থ বহন সংক্রান্তে তথ্য আগেই অন্যকে জানানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। হেঁটে অথবা রিকশায় অর্থ বহনের পরিবর্তে মোটরসাইকেল কিংবা গাড়িতে বহন করারও নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া নগদ অর্থ নিয়ে মাঝে মাঝে ভিন্ন পথ ব্যবহার, বড় নোট ব্যবহার করা, সব টাকা একসঙ্গে না রেখে বিভিন্ন জায়গায় রাখা, গলি কিংবা নির্জন পথ ব্যবহারের পরিবর্তে অপেক্ষাকৃত ব্যস্ত সড়ক ব্যবহার করা, ট্রাফিক সিগন্যাল বা জ্যামে পড়লে অতিরিক্ত সতর্ক থাকা, ব্যাংক থেকে বের হওয়ার পর সন্দেহজনক কেউ অনুসরণ করছে কিনা তা বোঝার চেষ্টা করা এবং বড় অঙ্কের অর্থ বহনের কাজটি দিনের বেলায় করার নির্দেশনা ও পরামর্শ দিয়েছে পুলিশ।
ডিএমপির নির্দেশনায় আরও বলা হয়েছে, এটিএম বুথে টাকা তুলতে গেলে বুথের ভেতরে কেউ আছে কিনা তা নিশ্চিত হয়ে নিতে হবে। বুথে পিন নম্বর ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। সম্ভব হলে এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে টাকা ট্রান্সফারের কাজটি চেকের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
বড় অঙ্কের টাকা পরিবহনে পুলিশ এস্কর্ট নিতে রমনা, মতিঝিল ওয়ারী ও লালবাগ ক্রাইম বিভাগের জন্য ০১৭১৩৩৯৮৩১১, ০২-৯৫৫৯৯৩৩, ৯৫৫১১৮৮, ৯৫১৪৪০০ এবং মিরপুর, তেজগাঁও, উত্তরা ও গুলশান ক্রাইম বিভাগের জন্য ০১৭৮৩৬১১১২৫, ০১৭১৩৩৯৮৬৯২, ৯০৩৬২৬২ নম্বরে বা পুলিশের কন্ট্রোল রুমে এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেওয়া যাবে। এস্কর্ট প্রত্যাশী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যানবাহনের ব্যবস্থা করতে হবে। সূত্র : সমকাল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।