জুমবাংলা ডেস্ক : নগরকান্দায় বিএনপি নেতা কর্তৃক বিধবার বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেয়া ও দখলের পাঁয়তারা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হলে আকস্মিকভাবে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ছুটে আসেন বিধবা নারীর বাড়িতে।
সোমবার (৪ নভেম্বর) সকালে উপজেলার তালমা ইউনিয়নের রসুলপুর গ্রামে যান তিনি।
জানা যায়, উপজেলার তালমা ইউনিয়নে ক্ষমতা ও প্রভাব খাটিয়ে নব্য বিএনপি নেতা পরিচয়কারি সালাউদ্দিন কবীর ধুতরাটি গ্রামের অসহায় বিধবা নারীকে তার বসতবাড়ি থেকে উচ্ছেদ করার চেষ্টা করে। অসহায় এই নারীর প্রতি জুলুম নির্যাতনের খবর পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ রসুলপুরের ধুতরাটি গ্রামে ছুটে আসেন।
বিএনপির পক্ষ থেকে ওই নারীর প্রতি সকল প্রকারের সহমর্মিতা ও সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ওই নারীকে সহযোগিতা প্রদান করেন। ঐতিহ্যবাহী তালমা মোড় থেকে শহিদুল ইসলাম বাবুলের পক্ষ থেকে তার নেতাকর্মীরা রিজভীর সঙ্গে উপস্থিত ছিলেন।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.