বিনোদন ডেস্ক : সিনেমায় ন’গ্ন দৃশ্যের ব্যবহার ও তা নিয়ে বিতর্ক। এ সমস্যা নতুন কিছু নয়। সেই বিতর্কে নতুন সংযোজন তামিল ছবি ‘আদাই’। টিজার প্রকাশের পর থেকেই নেটদুনিয়ায় ঝড় তুলেছে অমলা পল অভিনীত এই ছবি। ছবি নিয়ে দর্শকদের উন্মাদনা চরমে থাকলেও ন’গ্নতাকে প্রচার করা ও তামিল সংস্কৃতি ধ্বংসের অভিযোগে এই ছবির বিরুদ্ধে সম্প্রতি মামলা করলেন তামিলনাড়ুর এক রাজনীতিক।
ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, তামিলনাড়ুর আনাইথু মাক্কাল কাটচি দলের প্রতিষ্ঠাতা রাজেশ্বরী প্রিয়া। তিনিই তামিল সংস্কৃতির অবমাননার বিষয় নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন। তিনি চেয়েছিলেন হলে এই ছবির প্রদর্শনী বন্ধ করতে। কিন্তু তার মামলা প্রদর্শনী বন্ধ করতে পারেননি সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়া এই ছবির।
‘আদাই’-এ অভিনয়ের জন্য ইতিমধ্যেই সিনেমা প্রেমীদের একাংশ অমলার প্রশংসায় পঞ্চমুখ। অবশ্য কেউ কেউ তার সমালোচনাতেও সুর মেলাচ্ছেন। আর এসবের মধ্যেই গতকাল ওই ছবির নগ্ন দৃশ্যটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন অমলা। তারপরই ভাইরাল হয়েছে সেটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।