স্পোর্টস ডেস্ক : মোটর রেসিংও এক ধরনের স্পোর্টস হিসেবে স্বীকৃত। সারাবিশ্বে অসংখ্য রেসার আছেন যারা ট্র্যাকে গতির ঝড় তুলে বিখ্যাত। তবে ফর্মুলা ওয়ানে নারীদের অংশগ্রহণ খুব কম হওয়ায় গত বছর থেকে শুরু হয় ডব্লিউ সিরিজ। ২০১৯ ডব্লিউ সিরিজে পঞ্চম হয়েছিলেন এমা কিমিলাইনেন। যিনি বছর দশেক আগে একবার মোটরস্পোর্টসই ছেড়ে দিয়েছিলেন! তখন তিনি এর পেছনের কোনো কারণ প্রকাশ করেননি। এতদিন পর জানা গেল সেই কারণ।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানায়, ২০১০ সালে এম যৌনতাবাদী এক স্পনসরশিপ প্রতিষ্ঠানের জন্য মোটরস্পোর্ট ছেড়ে দিয়েছিলেন। তিনি তখন ফর্মুলা ওয়ানে সুযোগ পাওয়ার অপেক্ষায় ছিলেন। তখন তার কাছে দলে সুযোগ পাওয়ার শর্তে একটি স্পনসর প্রতিষ্ঠানের প্রস্তাব আসে। তবে তখন তাকে সেই প্রতিষ্ঠানের নাম বলা হয়নি। এমা বলেন, ‘আমার ক্যারিয়ারে অনেক কিছুই ঘটেছে। আমি ইন্ডি লাইটস দলের হয়ে পারফরম্যান্সের প্রস্তুতি নিচ্ছিলাম। প্রস্তাব পেয়ে ওই স্পনসরের থেকে সবকিছু স্পষ্ট করে জানতে চেয়েছিলাম।’
এক পর্যায়ে ৩১ বছর বয়সী এমা জানতে পারেন, তার স্পনসর হলো ছেলেদের একটি ম্যাগাজিন। তারা এমাকে স্পনসর করবে, তবে এর জন্য দেওয়া হয় শর্ত। সেই শর্ত অনুযায়ী এমাকে ছেলেদের সেই ম্যাগাজিনের প্রচ্ছদের জন্য নগ্ন ও বিকিনি পরে পোজ দিতে হবে। এমার ভাষায়, ‘শুরুতে বিকিনি পরা ছবি দেওয়ার ব্যাপারে তারা (দল) একমত হয়েছিল। কিন্তু এরপর তারা নগ্ন ছবি চেয়ে বসে। তখন আমি আরও খোঁজ নিয়ে জানতে পারি যে, সেই প্রতিষ্ঠান আসলে একটা ছেলেদের যৌন ম্যাগাজিন!’
এই ঘটনা জানতে পেরে এমার স্পষ্ট জবাব ছিল ‘না’। দলে সুযোগ পাওয়ার চুক্তি করতে তিনি শরীর অনাবৃত করবেন না বলে কঠোর অবস্থান নেন। যে কারণে দলের দরজা তার জন্য বন্ধ হয়ে যায়। এরপর চার বছর মোটর রেসিং থেকে দূরে ছিলেন এমা। বর্তমানে তার উপলব্ধি হলো, ‘এখনকার দিনে এমন প্রস্তাব অযৌক্তিক ও ভুল মনে হতে পারে। কিন্তু ১০ বছর আগের পৃথিবীতে নারী অধিকার ও সাম্য অন্যরকম ছিল। তবে গত ১০ বছরে যে পরিমাণ সমর্থন পেয়েছি, তা ভাষায় প্রকাশ করতে পারব না। আমার পথচলা এখনো শেষ হয়নি। লেটস রেসিং।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।