জুমবাংলা ডেস্ক : রাজশাহী নার্সিং কলেজ ও গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ নার্সিং কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একইসঙ্গে জাতীয় নার্সিং উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের (নিয়ানার) নতুন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের নার্সিং শিক্ষা শাখার সিনিয়র সহকারী সচিব শাহ নুসরাত জাহান স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়।
অফিস আদেশ অনুযায়ী, নিয়ানারের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উপ-পরিচালক (পিএমআইএস) শিরিন সুলতানা।
এছাড়া রাজশাহী নার্সিং কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ নার্স মোসা. মতিয়ারা খাতুন। আর শহীদ তাজউদ্দিন আহমদ নার্সিং কলেজের অধ্যক্ষ হয়েছেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উপ-পরিচালক (শিক্ষা) ফরিদা ইয়াসমিন।
পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নিজ বেতনে পদায়ন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে অফিস আদেশে।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও উল্লেখ রয়েছে এতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।