নতুন আইফোন স্মার্টফোনে চার্জের জন্য কোন পাওয়ার এডাপ্টার বক্সে দেওয়া নেই। তবে অ্যাপলের আইফোন wireless MagSafe charging সাপোর্ট করে। তাছাড়া আইফোন ১৪ সিরিজের স্মার্টফোন দ্রুত চার্জ দেওয়ার কিছু উপায় রয়েছে।
খরচ বাঁচাতে অ্যাপল আইফোন ১২ সিরিজ থেকে স্মার্টফোনের সাথে পাওয়ার এডাপ্টার দিচ্ছে না। এটির পরিবর্তে অ্যাপল MagSafe charging সাপোর্ট নিয়ে এসেছে। আপনি কোন ক্যাবল ব্যতীত আপনার আইফোন ১৪ স্মার্টফোন এই সিস্টেমে চার্জ করতে পারবেন।
তবে যদি আপনি পাওয়ার এডাপ্টার ব্যবহার করতে চান তাহলে আপনাকে মার্কেট থেকে এটি ক্রয় করতে হবে। আইফোন ১৪ সিরিজের বক্সে একটি ক্যাবল রয়েছে যা usb-c টাইপ পোর্টে ব্যবহার করা যাবে।
এমনকি বক্সে কোন হেডফোন দেওয়া থাকবে না। মিউজিক এবং পডকাস্ট শোনার জন্য আপনাকে আলাদা হেডফোন ক্রয় করতে হবে।
পাওয়ার অ্যাডাপ্টার বক্সে না থাকার কারণে বক্সের সাইজ অনেক ছোট হয়ে এসেছে। এতে আইফোন ডিভাইস উৎপাদনের খরচ কিছুটা কমে গিয়েছে। আপনি বিভিন্ন উপায়ে আইফোন ১৪ স্মার্টফোন চার্জ করতে পারবেন।
একটি পাওয়ার অ্যাডাপ্টার ক্রয় করে তা স্মার্টফোন এর usb-c পোর্টে যুক্ত করা মাধ্যমে চার্জ করতে পারবেন। আপনার যদি অ্যাপলের ম্যাকবুক থাকে তাহলে usb-c ক্যাবল ব্যবহার করে সেখানে স্মার্টফোনটি সংযুক্ত করে চার্জ করতে পারবেন।
তবে অ্যাপল সবথেকে বেশি ফোকাস করেছে নিজেদের তৈরি wireless MagSafe charging পাওয়ার কানেক্টর এর উপর। এই কানেক্টর এর প্যাড মোবাইলের পেছনে আলতো করে লাগিয়ে রাখলে তা দ্রুত চার্জ হতে থাকে।
কানেক্টরের মধ্যে এ ইউএসবি কর্ড বিদ্যুতের সাথে সরাসরি সংযোগ করতে পারে। এটি ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তবে আপনি আইফোন ১৪ স্মার্টফোন দ্রুত চার্জ করতে হলে ফাস্ট চার্জিং সাপোর্ট করে এরকম ভালো মানের একটি পাওয়ার এডাপ্টার ক্রয় করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।