বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কথোপকথন থেকে সহজে মেসেজ খুঁজে পেতে নতুন ফিচার হিসেবে বাটন যুক্ত করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। গত বছর মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্মটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য কন্ট্যাক্ট ইনফরমেশন বিভাগে নতুন ডিজাইন নিয়ে এসেছিল। খবর গ্যাজেটসনাউ।
ওয়াবেটাইনফোর তথ্যানুযায়ী, প্লাটফর্মটি অ্যান্ড্রয়েড বেটা টেস্টারদের জন্য নতুন ডিজাইনের পেজে আলাদা সার্চ শর্টকাট যুক্ত করেছে। গুগল প্লে বেটা প্রোগ্রামের নতুন আপডেটের মাধ্যমে শর্টকাটটি চালু করা হয়। সংস্থাটি প্রকাশিত স্ক্রিনশটের তথ্যানুযায়ী, ভিডিও কল আইকনের পাশে নতুন সার্চ শর্টকাট যুক্ত করা হয়েছে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, হোয়াটসঅ্যাপ গ্রুপে অল্পসংখ্যক ব্যবহারকারী নতুন শর্টকাট ফিচারটি দেখতে পারছেন।
প্রকাশিত প্রতিবেদনে আরো বলা হয়, শর্টকাটটি যেভাবে কাজ করার কথা ছিল সেভাবে কাজ করছে না। মূলত বেটা ভার্সনে থাকায় এটি পরিপূর্ণভাবে ব্যবহার করা যাচ্ছে না। ব্যবহারকারীদের আশা বেটা ভার্সনের পরবর্তী আপডেটে হোয়াটসঅ্যাপ এ সমস্যার সমাধান করবে। বর্তমানে অ্যাপের হোমস্ক্রিনে সার্চ বাটন রয়েছে।
ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা যেকোনো সময়ে পাঠানো মেসেজ খুঁজে নিতে পারবেন। সার্চ অপশনে ছবি, ভিডিও, লিংক, গিফ, অডিও, ডকুমেন্টসহ বেশকিছু ফিল্টার রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।