আন্তর্জাতিক ডেস্ক : নতুন করে সহিংসতা মাথাচাড়া দিয়েছে উঠেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে। আর এবার রাজ্যটিতে বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরাও। প্রশাসনের ব্যার্থতার অভিযোগে হামলা চালিয়েছে সরকারি বিভিন্ন ভবনে।
এমন পরিস্থিতিতে রাজ্যটির তিনটি জেলায় অনির্দিষ্টকালের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। রাজ্যটিতে শান্তি পুনরুদ্ধারের দাবিতে ছাত্র বিক্ষোভের একদিন পর তিনটি জেলায় এ কারফিউ জারি করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্যা হিন্দু।
যদিও এর আগে সেখানে কারফিউ শিথিলের ঘোষণা দেওয়া হয়েছিল। তবে পরে শিথিলের আদেশ বাতিল করে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ফের কারফিউ জারি করা হয়।
কারফিউয়ের আদেশে বলা হয়, রাজ্যের জেলাগুলোর ক্রমবর্ধমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণে কারফিউ শিথিলকরণের আগের আদেশগুলি ১০ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে অবিলম্বে বাতিল করা হয়েছে। তাই, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবিলম্বে ইমফলের পূর্ব জেলায় কারফিউ জারি করা হয়েছে।
এদিকে মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং সন্ত্রাসীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন৷
এদিকে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতা এবং শান্তি বজায় রাখতে অক্ষমতার জন্য রাজ্য সরকারের ডিজিপি এবং নিরাপত্তা উপদেষ্টাকে অপসারণের দাবিতে রাস্তায় নেমে এসেছে শিক্ষার্থীরা। এই আন্দোলন তীব্র হওয়ার শংকায় কারফিউ জারি করে প্রশাসন।
রাজ্যটিতে সাম্প্রতিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে এবং রাজ্যের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়ে সোমবার হাজার হাজার ছাত্র মণিপুর সচিবালয় এবং রাজভবনের সামনে বিক্ষোভ করে।
রাজ্যটিতে গত কয়েকদিনে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলাসহ নতুন করে সৃষ্ট সহিংসতায় কমপক্ষে আটজন মারা গেছে এবং ১২ জনের বেশি আহত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।