দেশে দ্রুত গতিতে বাড়ছে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ। গত পাঁচ দিনের প্রতিদিনই আগের দিনের চেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণটায় দেশে ২১৯ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে বলে আজ বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
গত ৪৮ ঘণ্টায় দেশে প্রতি ৭ মিনিটেরও কম সময়ে একজন করে নতুন রোগী শনাক্ত হয়েছেন।
গত ৫ দিনের পরিসংখ্যানে দেখা যায়, যতই দিন যাচ্ছে, ততই নতুন রোগী শনাক্তের গতি বাড়ছে। আর গত ৭ দিনের মধ্যে একশর বেশি করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫ দিন। আর শেষ দুইদিনের প্রতিদিনই দুইশর বেশি করে রোগী চিহ্নিত হয়েছে।
গত ১১ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আগের ২৪ ঘণ্টায় দেশে ৫৮ জনের দেহে করোনাভাইরাস পাওয়া যায় বলে জানানো হয়। পরের ২৪ ঘণ্টায় এটি বেড়ে হয় ১৩৯ জন। পরদিন ১৮২ জন। গতকাল মঙ্গলবার প্রথমবারের মতো আগের ২৪ ঘণ্টায় দুই শতাধিক মানুষের মধ্যে করোনা পাওয়া যাওয়ার কথা জানানো হয়। এ সময়ে করোনায় আক্রান্ত শনাক্ত হন ২০৯ জন। আর গত ২৪ ঘণ্টায় তথা ১৪ এপ্রিল দেশে শনাক্ত হয়েছেন ২১৯ জন।
এই পরিসংখ্যানে দেখা যায়, সর্বশেষ ৩ দিনে দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হয়েছে।
গত ১১ এপ্রিল পর্যন্ত দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৬২১ জন, যা ১২ এপ্রিল প্রকাশিত তথ্যে জানা যায়। আর আজকে প্রকাশিত তথ্য অনুসারে গতকাল পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ২৩১ জন। মাত্র ৩ দিনে আক্রান্তের সংখ্যা বেড়েছে ৯৮ দশমিক ২২ শতাংশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।