বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : নতুন হ্যান্ডহেল্ড গেমিং কনসোল বাজারজাতের বিষয়ে টেনসেন্টের সঙ্গে কাজ করার বিষয়ে ঘোষণা দিয়েছিল লজিটেক। তবে বাজারে আসার আগেই নতুন ডিভাইসটির বৈশিষ্ট্য ও ডিজাইন-সংক্রান্ত বেশকিছু তথ্য ফাঁস হয়েছে। খবর গিজমোচায়না।
ইভান ব্লাস প্রতিষ্ঠানটির প্রথম হ্যান্ডহেল্ড গেমিং কনসোলের ছবি প্রথম প্রকাশ করেন। তার টুইট বার্তাটিতে ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট অ্যাক্ট (ডিএমসিএ) নিষেধাজ্ঞার মুখে পড়েছে। এর মাধ্যমে তথ্যের যথার্থতার বিষয়টি প্রতীয়মান হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে কুবা ওজসিচোস্কি লজিটেকের আসন্ন হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইসের বিস্তারিত অনেক তথ্য জানতে সক্ষম হন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে ডিভাইসটিকে জি ক্লাউড নামকরণ করা হতে পারে।
কয়েক সপ্তাহ ধরে নতুন এ হ্যান্ডহেল্ড গেমিং কনসোলটি গিকবেঞ্চ, গুগল প্লে কনসোল, এফসিসি, এমনকি ইউএসপিটিও সার্টিফিকেশন ওয়েবসাইটসহ কয়েকটি জায়গায় এটি দেখা গিয়েছে। তালিকার ভিত্তিতে ওজসিচোস্কি জানান, লজিটেকের জি ক্লাউড কনসোলে ছয় হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকতে পারে। ডিভাইসের সামনে ৬ দশমিক ৯ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে, যার রেজল্যুশন হবে ১০৮০ পিক্সেল এবং পিক্সেল ডেনসিটি হবে ৩২০ পিপিআই।
লজিটেক জি ক্লাউড হ্যান্ডহেল্ড গেমিং কনসোলে ওয়াই-ফাই ৫ স্ট্যান্ডার্ড, ৪ জিবি র্যাম ও কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর থাকতে পারে। ২০১৯ সালে চিপসেটটি বাজারে আনা হয়। প্রতিষ্ঠানটির আশা, এ চিপসেটে অধিকাংশ ক্লাউডভিত্তিক ভিডিও গেম চলবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।