হৃদয় নিঙড়ানো ভালোবাসার প্রকাশ এবার উঠে এলো শিরোনামহীনের গানে। যে ভালোবাসা ও আবেগ-অনুভূতির প্রকাশ মমতাময়ী মাকে ঘিরে। তাই গানের শিরোনাম দেওয়া হয়েছে ‘মা’। ‘সবাই হারিয়ে যায়, আকাশের তারার মেলায়, তবু খুঁজে ফিরি তোমায়/ আজও তারাজ্বলা আকাশে জেগে থাকে, মমতায় দু’চোখ জ্বেলে দেখছে আমায়/ হয়তো, ওই জ্বলে থাকা তারা আমার মা, আর ওই স্নেহভরা আলো মায়ের ঠিকানা।’ এমন কথায় সাজানো গানটি লিখেছেন জিয়াউর রহমান। সুর করেছেন সাইমন চৌধুরী।
শেখ ইশতিয়াকের গাওয়া এ গানটি সম্মিলিতভাবে সংগীতায়োজন করেছেন জিয়াউর রহমান, কাজী সাফিন আহমেদ, সাইমন চৌধুরী ও দিপু সিনহা। সম্প্রতি ব্যান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়েছে। প্রকাশের পরপরই শ্রোতাদের মনোযোগও কেড়ে শুরু করেছে গানটি।
‘বাতিঘর’ অ্যালবামের জন্য রেকর্ড করা এ গান নিয়ে শিরোনামহীন ব্যান্ডের দলনেতা ও বেইজ গিটারিস্ট জিয়াউর রহমান জানান, শিরোনামহীনের গানগুলোয় নানা বিষয় ওঠে এলেও ‘মা’ নিয়ে এটি তাদের প্রথম আয়োজন। সবার জীবনেই মায়ের ভূমিকা অপরিসীম। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, যে তার মাকে ভালোবাসে না। সেই ভালোবাসার প্রকাশ আর পৃথিবীর সমস্ত মায়েদের শ্রদ্ধা জানাতেই গানটি তৈরি করা। এ আয়োজন শ্রোতামনে ছাপ ফেললেই তাদের এ প্রচেষ্টা সার্থক হয়ে উঠবে বলে মনে করেন।
অজ্ঞান করে হেনস্তার চেষ্টা, নির্মাতার বিরুদ্ধে শাহনাজ সুমির অভিযোগ
এদিকে বেশ কিছু দিন ধরে শিরোনামহীন তাদের অষ্টম অ্যালবাম ‘বাতিঘর’-এর গানগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করে যাচ্ছে। এর আগে এ অ্যালবামের শিরোনাম গানের পাশাপাশি প্রকাশিত ‘কেউ জানে না’ ও ‘নিঃশব্দপুর’ শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।