নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গ্রেড ১) মো. খুরশীদ আলম ও প্রধান অর্থনীতিবিদ মো. হাবিবুর রহমান নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন। তাঁদের দুজনকেই আগামী তিন বছরের জন্য ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বুধবার দুপুরে এই নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।
প্রেসারগ্রুপগুলোর পরামর্শ উপেক্ষা করে জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে দুইজন ডেপুটি গভর্নর নিয়োগ পাওয়ায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও গভর্নর আব্দুর রউফ তালুকদারের প্রশংসায় পঞ্চমুখ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। তারা বলেছেন, সাম্প্রতিক ইতিহাসে এমন স্বচ্ছ নিয়োগ তারা দেখেননি। এক্ষেত্রে গভর্নরের সাহসী সিদ্ধান্তকেই এগিয়ে রাখছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ ও অবসর-উত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে মো. হাবিবুর রহমান ও মো. খুরশীদ আলমকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
জানা গেছে, দুজনই বুধবার সন্ধ্যায় নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার তারা ডেপুটি গভর্নর পদে যোগদান করবেন।
ব্যাংকার্স রিক্রুটমেন্ট কমিটির প্রতিযোগিতামূলক পরীক্ষায় মেধা ভিত্তিতে ১৯৮৮ সালে সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন খুরশীদ আলম। বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব পালনকালে অর্থনৈতিক অন্তর্ভুক্তি, ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি, ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠা ও সুকুক বন্ড চালুকরণসহ সহ বন্ড মার্কেট শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ডেট ম্যানেজমেন্ট বিভাগ, ব্যাংক পরিদর্শন বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ, কৃষি ঋণ বিভাগ, পেমেন্ট সিস্টেমস্ ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট, ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্ট, সচিব বিভাগসহ বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
এছাড়া সিলেট ও রংপুর অফিসের নির্বাহী প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে এই অঞ্চলে অর্থনৈতিক কার্যক্রম বিস্তারে পথে-প্রান্তরে ছুটে বেড়িয়েছেন। বিশেষ করে সিটমহল বিনিময়ের পরপরই এই অঞ্চলে অর্থনৈতিক কার্যক্রম শুরু করার কারণে বিশেষভাবে প্রসংশিত হন।
ব্যাংক খাত ও ব্যাংকারদের কল্যাণে ‘সাহসী কণ্ঠস্বর’ হিসেবে পরিচিতি রয়েছে খুরশীদ আলমের।
কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ মো. হাবিবুর রহমান গবেষণা বিভাগের কর্মকর্তা হিসেবে কেন্দ্রীয় ব্যাংকে যোগ দেন। ২০২২ সালের ১৩ই ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ পদে নিয়োগ পান মো. হাবিবুর রহমান।
এর আগে তিনি কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে ২০১৯ সাল থেকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অর্থনীতিবিদের কাজটিও করছিলেন। এসময় করোনা মহামারি ও ইউক্রেন যুদ্ধসৃষ্ট অর্থনৈতিক মন্দা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশের অর্থনীতিকে সঠিক পথনির্দেশ দেন।
মো. খুরশীদ আলম ও মো. হাবিবুর রহমানের নিয়োগের ফলে ডেপুটি গভর্নরের সংখ্যা দাঁড়ালো চার। অন্য দুইজন ডেপুটি গভর্নর হলেন কাজী ছাইদুর রহমান ও নুরুন নাহার।
ওয়ালটন ল্যাপটপের পৃষ্ঠপোষকতায় বুয়েটে ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ল্যাব উদ্বোধন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।