স্পোর্টস ডেস্ক: ক্রিকেটার নাসির হোসেনের বিয়ে নিয়ে গত কয়েকদিন ধরেই আলোচনা-সমালোচনার শেষ নেই সাধারণ মানুষ থেকে ক্রিকেট ভক্তদের মাঝে। তার বিয়ের পর বেশকিছু ফেসবুক একাউন্ট থেকে ভুল তথ্য ছড়ানো হচ্ছিল বলে জানিয়েছেন নাসির হোসেন। তামিমা সুলতানা তাম্মি নামে এক কেবিন ক্রুকে বিয়ে করেন এই টাইগার অল-রাউন্ডার।
তবে সমালোচনা আর আলোচনা বিয়ে নিয়ে নয়, এর সবই তামিমার পূর্বের আট বছরের সংসার ও একটি বাচ্চা থাকার দাবি নিয়ে। এরপর তামিমার স্বামী পরিচয়ে সামনে আসেন রাকিব হাসান নামের এক ব্যাক্তি।
রাকিব হাসানের দাবি, তাকে ডিভোর্স না দিয়েই তামিমা বিয়ে করেছেন নাসিরকে। গত বুধবার সনবাদ সম্মেলনেও হাজির হন নাসির-তামিমা দম্পতি।