বাংলাদেশ টেলিকমিনিকেশন রেগুলেটরি কমিশন নতুন করে তরঙ্গ বরাদ্দ দেওয়ার চিন্তা করছে। তারা বর্তমান অর্থ বছরের মধ্যেই মোবাইল অপারেটরদের তরঙ্গ বরাদ্দ দেবে। সেজন্য নিলাম আয়োজন করতে হয়। এ নিলাম আয়োজন করার সব ধরনের প্রস্তুতি শীঘ্রই সম্পন্ন করা হবে। এ তথ্য নিজেই নিশ্চিত করেছেন বাংলাদেশ টেলিকমিউনিকেশনের রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল এমদাদ আলী বারী। তিনি স্পেকট্রাম বিষয়ক সিম্পোজিয়ামের উদ্বোধন ঘোষণা করেন। সেখানে তিনি সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি সাংবাদিকদের জানান, এই মুহূর্তে সাতশ মেগাহার্টজ তরঙ্গের ২৫ মেগাহার্টজ তরঙ্গ বারাদ্দ পাবে মোবাইল অপারেটররা। এর মাধ্যমে তৃণমূলের গ্রাহকরা আরো উন্নত সেবা পাবেন। যার ফলে কল ড্রপ ও নেটওয়ার্কের জটিলতা কাটবে বলে আশাবাদী তিনি।
তরঙ্গের খরচ কমানো হবে কি না, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে বিটিআরসি চেয়ারম্যান বলেন, একেক দেশের চাহিদা এবং যোগান একেক রকম হয়। বাংলাদেশের তরঙ্গের খরচ স্থানীয় চাহিদার সাথে সামঞ্জস্য রেখে দর নির্ধারণ করা হবে। তিন দিনের সিম্পোজিয়ামে আইটিইউ এর গাইডলাইন অনুযায়ী ভবিষ্যত তরঙ্গ ব্যবস্থাপনা বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।