স্পোর্টস ডেস্ক: দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যোগ দিলেন দেশের সবচেয়ে প্রিমিয়াম বাইক ব্র্যান্ড ইয়ামাহার সাথে। তরুণদের সাথে বেশিরভাগ কাজ করা এই মোটরসাইকেল ব্র্যান্ডের সাথে যুক্ত হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তরুণদের আইডল সাকিব আল হাসান।
ইয়ামাহা বাইকারদের রোড সেফটি নিয়ে সাম্প্রতিক সময়ে যে জোর দিয়েছেন সেই ব্যাপারে সাধুবাদ জানিয়েছেন সাকিব। একইসাথে বাইকারদের সবসময় হেলমেট পরিধান করে রাইডিংয়ের পরামর্শ দিয়েছেন জনপ্রিয় এই ব্যক্তিত্ব।
বাইক নিয়ে কথা বলতেই সাকিব জানান যে, তিনি নিজেও একজন বাইকপ্রেমী। সাক্ষাৎকারের এক পর্যায়ে তিনি ইয়ামাহাকে ধন্যবাদ জানান তাকে গঞ১৫ সিরিজের বাইক দিয়ে স্বাগতম জানানোর জন্যে।
ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তিনি ইয়ামাহার সাথে দারুণ সব কাজ আর ইভেন্টের ব্যাপারে আশাবাদী। এদিকে সাকিবের ভক্তরাও ইয়ামাহা বাংলাদেশের অফিসিয়াল ফ্যানপেইজে সাকিব আল হাসানকে অভিনন্দন জানিয়েছেন।
সম্প্রতি সাকিব আল হাসান ও এসিআই মটরস্ এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তিতে ইয়ামাহা’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সাকিব আল হাসান ও এসিআই মটরস এর পক্ষে এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস স্বাক্ষর করেন।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.