জুমবাংলা ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠানের নামে খতিয়ান ও নামজারি করা নিজস্ব ভূমিতে অবকাঠামো এবং হালনাগাদ একাডেমিক স্বীকৃতি বা অধিভুক্তি থাকা সাপেক্ষে শিক্ষাপ্রতিষ্ঠান গ্রেডিং করে এমপিও দেয়া হবে। গ্রেডিংয়ের শর্ত পূরণ না হলে এমপিওভুক্তির সুযোগ পাবে না। শহর এলাকার চেয়ে মফস্বল এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তিতে গ্রেডিংয়ে শর্ত শিথিল করা হয়েছে। পাশাপাশি মহিলা কলেজ এমপিওভুক্তির গ্রেডিংয়ের শর্তও শিথিল করা হয়েছে।
এসব বিধান রেখে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১’ জারি করেছে সরকার। রোববার (২৮ মার্চ) স্বাক্ষরিত নীতিমালাটি সোমবার (২৯ মার্চ) প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। নীতিমালার শর্ত অনুযায়ী শহর এলাকায় নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্তির জন্য ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে কমপক্ষে ১২০ শিক্ষার্থী থাকতে হবে। মফস্বল এলাকার প্রতিষ্ঠানে থাকতে হবে কমপক্ষে ৯০ জন।
শহর এলাকায় মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ২০০ শিক্ষার্থী থাকতে হবে। মফস্বল এলাকার জন্য এ সংখ্যা ১৫০ জন।
শহর এলাকার উচ্চ মাধ্যমিকের (ষষ্ঠ থেকে দ্বাদশ) শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও স্কুলের শিক্ষার্থীসহ কাম্য শিক্ষার্থী ২৬০ জন। উচ্চ মাধ্যমিকের (ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ) শুধু মানবিক বা ব্যবসায় শিক্ষা ও স্কুলের শিক্ষার্থী মিলে কাম্য শিক্ষার্থী ২৮০ জন। উচ্চ মাধ্যমিকের (ষষ্ঠ থেকে দ্বাদশ) মানবিক/ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং স্কুলের শিক্ষার্থী মিলে কাম্য শিক্ষার্থী ৩৪০ জন।
উচ্চ মাধ্যমিকের (ষষ্ঠ থেকে দ্বাদশ) মানবিক, ব্যবসায় শিক্ষা ও স্কুলের শিক্ষার্থী মিলে কাম্য শিক্ষার্থী ৩৬০ জন। শহর এলাকার উচ্চ মাধ্যমিকের (ষষ্ঠ থেকে দশম) মানব্কি, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং স্কুলের শিক্ষার্থী মিলে কাম্য শিক্ষার্থী ৪২০ জন।
মফস্বল এলাকার উচ্চ মাধ্যমিকের (ষষ্ট থেকে দ্বাদশ) শুধু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও স্কুলের শিক্ষার্থী মিলে কাম্য শিক্ষার্থী ২০০ জন। উচ্চ মাধ্যমিকের (ষষ্ঠ থেকে দ্বাদশ) শুধু মানবিক বা ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী ও স্কুলের শিক্ষার্থী মিলে কাম্য শিক্ষার্থী ২১০ জন। এলাকার উচ্চ মাধ্যমিকের (ষষ্ঠ থেকে দ্বাদশ) মানবিক বা ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং স্কুলের শিক্ষার্থী মিলে কাম্য শিক্ষার্থী ২৬০ জন। উচ্চ মাধ্যমিকের মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী এবং স্কুলের শিক্ষার্থী মিলে কাম্য শিক্ষার্থী ২৭০ জন। উচ্চ মাধ্যমিকের মানবিক, ব্যবসায় শিক্ষা, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও স্কুলের শিক্ষার্থী মিলে কাম্য শিক্ষার্থী ৩২০ জন।