বিনোদন ডেস্ক: ঢালিউড কুইনখ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। বিরতি কাটিয়ে নিয়মিত হয়েছেন সিনেমায়। বাণিজ্যিক ঘরানার সিনেমার পাশাপাশি ভিন্নধাচের সিনেমাতেও অভিনয় করছেন। এরই মধ্যে অভিনয় করেছেন অনুদানের সিনেমাতেও।
অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত করেছেন অপু বিশ্বাস। এবার শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন দেশীয় একটি প্রতিষ্ঠানের সঙ্গে। ওয়ালমার্ট নামের ওই প্রতিষ্ঠানের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছেন অপু বিশ্বাস। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়েছে শুক্রবার (৩ সেপ্টেম্বর)।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ ফরিদ আহমেদ, বিভিন্ন বিভাগের পরিচালক এবং মডেল মালা খন্দকার।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অপু বিশ্বাস বলেন, ‘আমি পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। আশা করছি, তৃণমূল মানুষের মুখে মুখে এই কোম্পানির নাম থাকবে। আমি চাই সব জায়গায় দেশীয় পণ্যর সুনাম ছড়িয়ে পড়ুক। আমার শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় এটা যেন সামনে নিয়ে যেতে পারি সবাই দোয়া করবেন।’
এদিকে সম্প্রতি অপু বিশ্বাস অভিনয় করেছেন ‘প্রেম প্রীতির বন্ধন’ ও ‘ঈশা খাঁ’ শিরোনামের দুটি সিনেমায়। এর মধ্যে সম্পূর্ণ ক্যামেরা কাজ শেষ হয়েছে ‘ঈশা খাঁ’ সিনেমার। কিছু অংশ বাকি আছে ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-টু’, বন্ধন বিশ্বাস পরিচালিত অনুদানের ‘ছায়াবৃক্ষ’ ও নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ সিনেমা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।