আন্তর্জাতিক ডেস্ক : তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে ইটালিকে অধিকতর ঐক্যবদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক করার ঘোষণা দিয়েছেন গুইসেপে কন্টে।
স্বরাষ্ট্রমন্ত্রীর মাত্তেও সালভানির সঙ্গে রাজনৈতিক মতবিরোধের জেরে দায়িত্ব গ্রহণের ১৪ মাসের মাথায় পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
তবে পদত্যাগ করলেও দেশটির রাজনীতিক সংকট সমাধানে না পৌঁছানো পর্যন্ত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে আছেন তিনি। দেশটির রাষ্ট্রপতি মাত্তারেল্লার নির্দেশে তিনি সেই দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক সংকট সমাধানে না পৌঁছানো পর্যন্ত তত্ত্বাবধায়ক ক্ষমতা বলে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন কন্টে। নতুন জোট গঠন করে নির্বাচনের ব্যবস্থা নেওয়ার রাষ্ট্রপতির নির্দেশ অনুযায়ী তিনি কাজও শুরু করে দিয়েছেন।
কন্টে ঘোষণা দিয়েছেন, নতুন জোট গঠনের মাধ্যমে ‘আরও ঐক্যবদ্ধ ও অন্তর্ভুক্ত’ ইটালির নিশ্চিত করা হবে।
তিনি বলেন, ডানপন্থী লীগের নীতিমালাগুলির সুস্পষ্ট পরিবর্তনে ইউরোপে ইটালি নেতৃত্বের ভূমিকা পালন করবে।
তিনি দায়িত্ব পেয়ে বলেছেন, নাগরিকদের জন্য মঙ্গল হয়, দেশের আধুনিকীকরণ, জাতিকে আন্তর্জাতিভাবে আরও প্রতিযোগিতামূলক করার জন্য এবং ইটালিকে আরো ঐক্যবদ্ধ করতে কাজ করবেন।
একজন আইনজীবী ও সাবেক অধ্যাপক হিসেবে কন্টে নতুন জোটে নেতৃত্ব দিতে পারবেন। লেগা নর্দ পার্টি এবং ফাইভ স্টার দলের একজন কণ্ঠস্বর হিসেবে বিবেচনা করা হয় তাকে। প্রেসিডেন্ট মাত্তারেল্লার সঙ্গেও তার ভালো সম্পর্ক।
তবে একটি প্ল্যাটফর্মের বিষয়ে একমত হতে এবং মন্ত্রীদের নিয়োগের জন্য দুই পক্ষের এখনও অনেক দীর্ঘ পথ রয়েছে জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম।
কন্টে প্রতিশ্রুতি দিয়েছেন, একবার জোটটটি নিশ্চিত হয়ে গেলে সরকার ২০২০ সালের জন্য নতুন বাজেটে সম্মতি জানাতে দ্রুত এগিয়ে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।