বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : Motorola ভারতে তাদের Razr 50 সিরিজের পরিধি বাড়ানোর কথা ঘোষণা করেছে। এই সিরিজে কোম্পানি ইতিমধ্যে Motorola Razr 50 Ultra ফোনটি লঞ্চ করেছিল। এবার আগামী মাসে Motorola Razr 50 ফোনটি পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে সোশ্যাল মিডিয়া সাইট ও আমাজনের মাধ্যমে জানানো হয়েছে। চলুন বিস্তারত জেনে নেওয়া যাক এই ফ্লিপ ফোনটির লঞ্চ ডেট এবং অন্যান্য ডিটেইলস সম্পর্কে।
Motorola Razr 50 ফোনের লঞ্চ ডেট
ভারেত আগামী 9 সেপ্টেম্বর Motorola Razr 50 ফোনটি লঞ্চ করা হবে।
এই ফোনটি আমাজন ইন্ডিয়া, মোটোরোলা ইন্ডিয়া ই-স্টোর এবং বিভিন্ন রিটেইল স্টোরের মাধ্যমে সেল করা হবে।
কোম্পানির শেয়ার করা সোশ্যাল মিডিয়া পোস্টে ফোনটির লঞ্চ ডেট দেখা যাচ্ছে। ব্র্যান্ডের পক্ষ থেকে ফোনটির 3.6 ইঞ্চি এক্সটারনাল স্ক্রিনেও এই বিষয়ে বলা হয়েছে।
এই ফোনটির এক্সটারনাল স্ক্রিন এই সেগমেন্টের সবচেয়ে বড় সাইজের কভার ডিসপ্লে হবে বলে শোনা যাচ্ছে।
Motorola Razr 50 ফোনের বিশেষত্ব
আমাজন লিস্টিং অনুযায়ী Motorola Razr 50 ফোনের ডিসপ্লে 1700 নিট ব্রাইটনেস, 100% DCI P3, SGS আই প্রোটেকশন এবং কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন থাকবে।
এই ফোনে Gemini ফিচার যোগ করা হবে। এর ফলে এই ফোনটি জেমিনি এআই ফিচার সহ প্রথম ফ্লিপ ফোনের স্থান দখল করবে।
কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনের এক্সটারনাল স্ক্রিনে যে কোনো অ্যাপ ব্যাবহার করতে পারবেন। এই স্ক্রিন ইন্টারনাল স্ক্রিনের মতোই কাজ করবে।
Motorola Razr 50 ফ্লিপ ফোনে ডেস্ক মোড পাওয়া যাবে। যার ফলে সহজেই নেভিগেট করা যাবে।
এই আপকামিং ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই ক্যামেরা এবং কভার স্ক্রিন ব্যাবহার করে সেলফিও তোলা যাবে।
এই ফোনটিতে ভেগান লেদার ফিনিশ এবং ওয়াটার প্রুফিঙের জন্য IPX8 রেটিং যোগ করা হবে।
কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে 400,000 বারেরও বেশি ফোল্ড টেস্ট করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।