বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : প্রযুক্তি খাতে নতুন উদ্ভাবন সম্পর্কে ব্যবহারকারীদের জানানোর অন্যতম আয়োজন কনজিউমার ইলেকট্রনিকস শো (সিইএস)। গতকাল ৯ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি লাস ভেগাসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বরাবরের মতো এবারও উন্মোচন করা হয়েছে নতুন সব পণ্য ও প্রযুক্তি। উন্মোচনের অপেক্ষায় থাকা এমন কয়েকটি প্রযুক্তি সম্পর্কে জানা যাক।
টেলিভিশনে এআই ব্যবহার
অ্যান্ড্রয়েড স্মার্টফোন ছাড়াও স্মার্ট টেলিভিশন খাতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) প্রাধান্য দেওয়া হবে এবারের সম্মেলনে। ২০২৪ সালে এলজির পণ্যে ছবির গুণগত মান ও শব্দের উন্নয়নে এআই ব্যবহার করবে। চ্যাটজিপিটি ও বার্ডের মতো ল্যাঙ্গুয়েজ মডেলের সহায়তায় হোম থিয়েটার অভিজ্ঞতায়ও পরিবর্তন আসতে যাচ্ছে। এলজির পাশাপাশি স্যামসাংয়ের পণ্যেও নতুন প্রযুক্তি যুক্ত হতে পারে।
ওএলইডি মনিটর ও হ্যান্ডহেল্ড পিসিসহ গেমিং ব্যবস্থা
সিইএস সম্মেলনে কম্পিউটার গেমিংয়ের জন্য নতুন পণ্য উন্মোচন করা হবে। এবারের সম্মেলনে এনভিডিয়ার আরটিএক্স-৪০ গ্রাফিকস সিরিজে নতুন সুপার কার্ড ও এএমডি আরএক্স ৭৬০০ এক্সটি জিপিইউ উন্মোচনের কথা রয়েছে। হ্যান্ডহেল্ড গেমিং পিসি খাতে নতুন উদ্ভাবন থাকবে। পিসি গেমিংয়ে ওএলইডি প্যানেল ব্যবহার, এলজি ও স্যামসাংয়ের উচ্চ রিফ্রেশ রেটের মনিটরও দেখানো হতে পারে।
ল্যাপটপ নতুন ডিজাইন
চলতি বছরের সম্মেলনে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি একাধিক ল্যাপটপ উন্মোচন করতে পারে। আমেরিকান চিপ কোম্পানি ইন্টেল ল্যাপটপের জন্য মিটিয়র লেক চিপ উন্মোচনের ঘোষণা দিয়েছে। প্রসেসর ছাড়াও ডিজাইন ও অন্যান্য খাতেও পরিবর্তন আনবে উৎপাদনকারী।
স্মার্টফোনে একাধিক পরিবর্তন
কনজিউমার ইলেকট্রনিকস শোতে স্মার্টফোন বড় একটি অংশ জুড়ে থাকবে। ২০২৪ সালের আয়োজনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসরযুক্ত স্মার্টফোনে উন্মোচন করা হতে পারে। জেনারেটিভ এআই যুক্ত চিপ এ খাতে বড় ধরনের পরিবর্তন আনবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।
স্মার্টওয়াচ খাতে নতুন সংযোজন
এবারের সিইএস আয়োজনে স্মার্টওয়াচও স্পটলাইটে থাকে। এবারের সম্মেলনে ফসিল ব্র্যান্ড না থাকলেও টেলিহেলথভিত্তিক উদ্ভাবন, স্মার্ট রিং, হেলথ ট্র্যাকার শীর্ষে থাকতে পারে। এর সঙ্গে হিয়ারিং এইডস ও ভার্চুয়াল রিয়ালিটি নির্ভর স্মার্টগ্লাসেও নজর থাকবে সবার। মেটা থেকে শুরু করে অ্যাপলও গ্রাহকদের চাহিদা বিবেচনায় নতুন স্মার্টগ্লাস তৈরি করছে।
স্মার্ট হোমে এআই ব্যবহার
বর্তমানে স্মার্ট হোম পণ্যের ব্যবহার বাড়ছে। স্মার্ট লাইট, ভয়েস কমান্ডের মাধ্যমে সুইচ অন-অফসহ এআইয়ের ব্যবহার এ খাতকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। স্যামসাংয়ের এআই ফর অল থিমের আওতায় ফ্রিজসহ বিভিন্ন পণ্যে নতুন প্রযুক্তি ব্যবহার করা হবে।
তথ্যসূত্র: দ্য হানস ইন্ডিয়া, সাউথ চায়না মর্নিং পোস্ট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।