জুমবাংলা ডেস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, নতুন মার্কিন ভিসা নীতি কার্যকর হওয়ার বিষয়টি জানা নেই সরকারের। মন্ত্রণালয়ের কাছে এ ধরনের কোনো তথ্য নেই। নতুন এই ভিসা নীতি ঢালাওভাবে যেন প্রয়োগ না হয় সে বিষয়ে সতর্ক থাকতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে সরকার।
একই সঙ্গে প্রতিমন্ত্রী মনে করেন, এই নীতির যথাযথ প্রয়োগ যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জিং। তার দাবি, ওয়াশিংটনও তাই মনে করে।
জাতীয় নির্বাচনকে সামনে রেখে ২৪ মে বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতির ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। তখনই এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানান, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনকে উৎসাহিত করতেই এই ভিসা নীতি। কেউ নির্বাচনি প্রক্রিয়ায় বাধা দিলে ওই ব্যক্তি ও তার পরিবারকে ভিসা দেবে না যুক্তরাষ্ট্র।
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের কনস্যুল জেনারেল নেথান ডি ফ্লুক জানান, আমি যতদূর জানি সেক্রেটারি অফ স্টেট পরিষ্কারভাবে বলেছেন যে, ঘোষণার সময় থেকেই এই ভিসা নীতি কার্যকর হবে। সুতরাং যখন তিনি এই নীতি ঘোষণা করেছেন তখন থেকেই এটা কার্যকর হয়েছে।
তবে এখন পর্যন্ত কতজন বাংলাদেশিকে নতুন নীতি অনুযায়ী ভিসা দেওয়া হয়নি সে তথ্য পাওয়া যায়নি। যদিও সরকারের দাবি, এ ধরনের তথ্য তাদের জানা নেই।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী এখনও মনে করেন, এই ভিসা নীতি ভবিষ্যতে প্রয়োগ হবে। তখন যুক্তরাষ্ট্র প্রশাসনকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে বিএনপি অন্যভাবে ব্যবহারের সুযোগ খুঁজছে বলেও অভিযোগ করেন শাহরিয়ার আলম।
সম্প্রতি মার্কিন আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার ঢাকা সফরে এ বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
নতুন এই ভিসা নীতি ঢালাওভাবে যেন প্রয়োগ না হয় সে বিষয়ে সর্তক থাকতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে সরকার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।