আগামী সপ্তাহে নতুন মুদ্রানীতি ঘোষণা দেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। নতুন মুদ্রানীতি শেষ ছয় মাসের জন্য প্রযোজ্য হবে। বর্তমানে বাংলাদেশ সরকার যেকোন মূল্যে রিজার্ভ ধরে রাখতে চায়।
পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করাটা জরুরি হয়ে পড়েছে। তাছাড়া বিনিময় হার যেন স্থিতিশীল থাকে সেজন্য তাদের উপর চাপ রয়েছে। তবে ব্যবসায়ী অর্থনীতিবিদদের দাবি হচ্ছে সুদহার বাড়ানো উচিত হবে না। সংকোচনমুখী নীতি আরা কত দিন চলবে সেটাও তারা জানতে চান।
জীবনযাত্রার ব্যয় কমিয়ে আনার জন্য সরকারের উপর অনেক চাপ রয়েছে। নতুন গভর্নর আসার পর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য সুদহার বাড়িয়েছে। তবে এতে খুব একটা সুফল পায়নি সাধারণ মানুষ। তাদেরকে চওড়া দামে জিনিসপত্র কিনতে হচ্ছে।
এ ধরনের কঠিন পরিস্থিতিতে নতুন মুদ্রানীতি ঘোষণা করবে নতুন গভর্নর। তবে সুদহার বাড়বে নাকি কমবে এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি। যেকোন মূল্যে মূল্যস্ফীতি কমিয়ে নিয়ে আনতে হবে। দেশ ও ব্যবসার জন্য ভালো হবে এ ধরনের মুদ্রানীতি প্রয়োজন। বাংলাদেশ ব্যাংকের পরবর্তী বোর্ডসভা অনুষ্ঠিত হবে আগামী 9 ফেব্রুয়ারি।
বাংলাদেশ ব্যাংকের ভারপ্রাপ্ত মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী বলেন, এবারের মুদ্রানীতি অত্যন্ত সতর্কতামূলক হবে। কারণ দেশের অর্থনীতি স্বাভাবিক সময়ে নেই। সেগুলো মাথায় রেখেই করা হচ্ছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমুন্নত করা, বিনিময় হারকে স্থিতিশীল করা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি বিদ্যমান সমস্যাগুলো অ্যাড্রেস করাই মূল লক্ষ্য।
সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবসম্মত নয় বলে অভিমত ব্যবসায়ীদের। তারা জানান, দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলো ব্যাংক ঋণের উপর নির্ভরশীল। তাই সুদ বাড়লে পণ্য উৎপদান খরচ বেড়ে মূল্যস্ফীতি উসকে যায়। এজন্য ভারসাম্যপূর্ণ মুদ্রানীতি প্রয়োজন।
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, বিশ্বের অন্য দেশের তুলনায় আমাদের প্রেক্ষাপট ভিন্ন, কারণ সেখানে ভোক্তা লোন বেশি। যখন সুদ বাড়ে ভোক্তা তখন কেনাবেচা কমিয়ে দেয়। বেশি সংকোচন নয় আবার খুলে দিলেও হবে না, মাঝামাঝি একটা মুদ্রানীতি করতে হবে।
মুদ্রানীতির আরেক উদ্দেশ্য বিনিময় হার স্থিতিশীল রাখা। এজন্য রিজার্ভের পতন ঠেকানোর কৌশলও থাকবে। এই কৌশল বাস্তবায়ন করতে গিয়ে খুব বেশি সংকোচনমুখী মুদ্রানীতি না করার পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।