বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জাপানি ইয়ামাহা নতুন দুই রোডস্টার বাইক আনছে। মডেল ইয়ামাহা আর৩ এবং এমটি-০৩। ডিসেম্বরের মাঝামাঝি সময় বাজারে আসবে বাইক দুইটি।
ইয়ামাহার নতুন বাইক দুইটি প্রিমিয়াম সেগমেন্টের। এগুলোর দাম খানিকটা বেশিই হবে। এতে থাকছে ৩২১ সিসির প্যারারাল টুইন সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন। যা সর্বোচ্চ ৪২ হর্সপাওয়ার শক্তি এবং ২৯.৫ এনএম টর্ক তৈরি করতে সক্ষম।
বাইকে থাকবে বেশ কিছু অ্যাডভান্স ফিচার্স। যেমন ফুল এলইডি লাইটিং, ইউএসডি ফর্ক এবং ফুল এলসিডি মিটার এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।
জানা গিয়েছে, বাইক দুইটির সিটের উচ্চতা থাকবে ৭৮০মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকতে পারে ১৬০ মি,। বাইকের দুই চাকায়ই থাকবে ১৭ ইঞ্চির টায়ার এবং ডিস্ক ব্রেক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।