বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠির সময়কালের অনেকেই অভিনয় ছেড়ে দিয়েছেন কিন্তু তিনি এখনও কাজ করে যাচ্ছেন। নিজেকে সকলের থেকে আলাদা করেছেন তিনি কাজ দিয়ে।
তাকে সম্প্রতি দেখা গেছে এক অনন্য রূপে। নীল শাড়ি ও ব্লাউসে মোহময়ী হয়ে উঠেছেন তিনি। একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শিল্পা। সমুদ্ররঙা পোশাক নজর কেড়েছে। নবরাত্রির ছন্দে মেতে একেবারে অন্য রূপে ধরা দিয়েছেন তিনি।
মাথার মুকুট আলাদা করে নজর কেড়েছে। জীবনের নানা ঝড় ঝাপটা সামলে তিনি সত্যিই অন্য রূপে ধরা দিয়েছেন এই ছবিতে। তার শিমেরি শাড়িতে মুগ্ধ করেছেন নেটিজেনদের। কিছু দিন আগেই পর্নো ছবি বানানোর অপরাধে গ্রেপ্তার হন শিল্পার স্বামী।
স্বামীর গ্রেপ্তারের পর কিছুদিন সকলের আড়ালে রেখেছিলেন শিল্পা। তবে তিনি হেরে যাননি। ফের উঠে দাঁড়িয়েছেন। এবং এই মোহময়ী রূপে নিজেকে মেলে ধরেছেন। শিল্পা প্রমাণ করেছেন তিনি হেরে যাওয়ার মানুষ নন। জীবনে বাধা তো আসবেই। কিন্তু সেই বাধা কাটিয়েও উঠতে হবে। এ কথা শিল্পা তার কাজ দিয়েই প্রমাণ করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।