বর্তমানে বেশিরভাগ এন্ড্রয়েড ফোনে আউট-অফ-দ্য বক্স ডিফল্ট কিবোর্ড হিসেবে Google Kyeboard বা Gboard দেওয়া থাকে। কিন্তু আমরা কমফোর্ট জোনে থাকতে পছন্দ করি বলে প্রায়শই আমাদের আগের ব্যবহৃত কিবোর্ডে সুইচ করে ফেলি। আবার একসময় বেশ অবহেলিত থাকলেও গত কয়েকবছর ধরে Google এই প্রজেক্টে মনোনিবেশ করেছে।
সম্প্রতিক সময়ে GBoard এর ইউজার বেশি হওয়ার সাথে সাথে গ্রাহকের মোস্ট ডিমাইন্ডিং ফিচারগুলো Google কে খুব দ্রুত এড করতে দেখা যাচ্ছে। আমাদের আজকের আর্টিকেলে আমরা GBoard এর ইন্টারেস্টিং ফিচার তুলে ধরব যেগুলোর কারণে বর্তমানে যদি অন্য Keyboard ব্যবহার করে থাকেন তাহলেও একবার এই কিবোর্ড ট্রাই করে দেখার ইচ্ছা জাগতে পারে আবার অন্যদিকে বর্তমানে যারা Google Keyboard ব্যবহার করলেও এমন কিছু হিডেন ফিচার হয়ত জানতে পারবেন যা আপনার প্রোডাক্টিভিকে বহুগুনে বাড়িয়ে দিবে নিঃসন্দেহে।
বিশাল বিশাল স্ক্রিনের ফোনের যুগে gesture ওয়েরিয়েন্টেড ফিচারের চাহিদা অনেক বেশি। টাইপিং এ ক্ষেত্রেও gesture অনেক ফ্লেক্সিবিলিটি এনে দিয়েছে। GBoard এর gesture বেইসড সব ফিচার ব্যবহার করেই পুরো কিবোর্ডে কমবেশি এক্সেস করা যাবে। যেমনঃ gesture swipe করেই টাইপ করা যাবে। আবার gesture swipe করার মাধ্যমে টাইপড লিখা এক টানেই মুছা যাবে। এমনকি টেক্সটবক্সে কার্সার ইচ্ছামাফিক নড়াচড়া করা যাবে। নিয়ে বেশ কয়েকটি gesture বেইসড শর্টকার্ট আলোচনা করা হলঃ
Gboard এর ক্লিপবোর্ড বর্তমানে অনেক বেশি এডভান্স অপশন অফার করছে। ধরুন, আপনি একটি স্ক্রিনশট তুলেছেন, তার পরেই এটি ক্লিপবোর্ডে সেইভ হয়ে যাবে ফলে যখনই এরপর কোনো টেক্সটবক্সে কার্সার রাখলেই টপ সাজেশন বারে দেখা ঐ স্কিনশটটি দেখাবে যেখান থেকে ক্লিক করলেই সেন্ড হয়ে যাবে।
আবার আমাদের অনেকসময় মেসেজে টেক্সটের সাথে OTP বা Phone Number আসে যার ফলে আলাদা করে কপি করা একটা হ্যাসেল। কিন্তু GBoard এ মেসেজ কপি করলেই আর্টিফিশিয়ালি টেক্সট থেকে নাম্বার এবং অন্য ইনফরমেশন আলাদা করে দিবে যা এক ক্লিকেই সাজেশন বার থেকে নিয়ে ব্যবহার করা যাবে। এছাড়া ক্লিপবোর্ডে রিসেন্ট কয়েকটি কপি করা ডাটা সেভ থাকে চাইলে ঐখানকার ডাটাগুলোকে আবার পিনআপ করে রাখা যায়। এইসব অপশানগুলো ব্যবহার করার জন্য মুল Settings এর Clipboard থেকে প্রয়োজন অনুসারে অপশন চালু করে নিতে হবে।
GBoard এর বেস্ট পার্ট হচ্ছে এই সেকশনটা। GBoard ব্যবহার করলে In-app ইমোজি, স্টিকারের উপর নির্ভরশীল হতে হবে না। এই এক কিবোর্ডেই লেটেস্ট সব ইমোজি, স্টিকার আপডেটেড করা থাকে। এমনকি যারা টেক্সট বেইসড ইমোজি ব্যবহার করতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে এই ধরনের ইমোজির বিশাল লাইব্রেরি। তবে সবচেয়ে ইন্টারেস্টিং ফিচার হচ্ছে, আপনার টাইপ করা টেক্সটের টোন ডিটেক্ট করে ইমোজি সাজেশন করতে পারে Gboard। তাছাড়া সবচেয়ে বেশি ইউজ করা হয় সব ইমোজি সাজেশন বারে দেখানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।