বিনোদন ডেস্ক : বছরে শুরুতে নতুন সিনেমা নিয়ে বলিউড তারকাদের ব্যস্ততা বেড়ে যায়। এ বছর সঞ্জয় দত্ত ও জন আব্রাহামও তুমুল ব্যস্ত সময় পার করছেন। সঞ্জয় তার আসন্ন সিনেমা ঘুড়চাড়ির শুটিং শুরু করেছেন। অন্যদিকে অ্যাকশন থ্রিলার সিনেমা তেহরানের কাজে ব্যস্ত জন আব্রাহাম।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে সঞ্জয় দত্ত তার পরবর্তী সিনেমা ঘুড়চাড়ির কাজ শুরুর খবর দিয়েছেন। এর সঙ্গে পোস্ট করেছেন শুটিং সেটের একটি দৃশ্য। শেয়ার করা ছবিতে দেখা যায়, সঞ্জয় দত্ত একটি বাগানে বসে আছেন। সিনেমাটি পরিচালনা করেছেন বিনয় গান্ধী।
চলতি বছরের ১৪ এপ্রিল পর্দায় আসতে চলেছে সঞ্জয় দত্ত অভিনীত সিনেমা কেজিএফ চ্যাপ্টার টু। এখানেই শেষ নয়, চলতি বছরের শেষে রণবীর কাপুর ও বাণী কাপুরের সঙ্গে শামশেরা সিনেমা নিয়ে আসছেন সঞ্জয়। প্রযোজক সংস্থা ম্যাডক ফিল্মস জানিয়েছে, তাদের পরবর্তী অ্যাকশন থ্রিলার সিনেমা তেহরানে কাজ করবেন বলিউডের জনপ্রিয় তারকা জন আব্রাহাম।
সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে তেহরান নির্মাণ করা হবে। পরিচালনা করবেন অরুণ গোপালান। মঙ্গলবার আনুষ্ঠানিক ঘোষণাটি দিয়েছেন অভিনেতা জন আব্রাহাম। টুইট বার্তায় জন লিখেছেন, ২০২৩ সালের প্রজাতন্ত্র দিবসে সিনেমাটি আসতে চলেছে। অর্থাৎ আগামী বছর ২৬ জানুয়ারি মুক্তি পাবে তেহরান। সিনেমাটি প্রযোজনা করেছেন দিনেশ ভিজান, শোভনা যাদব ও সন্দীপ লেজেল।
সাজিদ খানের পরবর্তী সিনেমা এক ভিলেনের সিকুয়েল এক ভিলেন রিটার্নসে কাজ করবেন জন। সিনেমাটিতে কাজের জন্য ১৮ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন এ অভিনেতা।
মূলত সিনেমাপ্রতি ২১ কোটি রুপি নেন এ বলিউড তারকা। তবে দীর্ঘদিনের ক্যারিয়ারে এই প্রথমবার একজন প্রযোজককে ছাড় দিয়েছেন জন। কারণ তিনি মনে করেন, মহামারী সিনেমা বাজারে প্রভাব ফেলেছে, তাই এ খারাপ সময়ে সিনেমার সঙ্গে যুক্ত সবারই একে অন্যের পাশে থাকা দায়িত্ব। জন আব্রাহামকে এর আগে সত্যমেব জয়তে টু সিনেমায় দেখা গিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।