নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে সুতিয়া নদীতে ঝাঁপ দিয়ে এক কলেজছাত্রী নিখোঁজ হয়েছেন। বুধবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের ত্রিমোহনী সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ শিক্ষার্থীর নাম লামিয়া আক্তার (১৭)। তিনি নান্দিয়া সাঙ্গুন গ্রামের মো. দেলোয়ার হোসেনের মেয়ে এবং পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার পাগলা থানার নিগুয়ারী ইউনিয়নের ক্যাপ্টেন গিয়াস উদ্দিন কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
খবর পেয়ে স্থানীয়দের সঙ্গে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করেছে। সন্ধ্যা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী মো. হাবিবুল্লাহ বলেন, “সকালে সেতুর নিচে নৌকায় বসে আড্ডা দিচ্ছিলাম। হঠাৎ দেখি একটি মেয়ে নদীতে লাফিয়ে পড়েছে। আমি ও আরও দুজন দ্রুত লাফিয়ে পড়ি, কিন্তু স্রোতের কারণে পৌঁছাতে দেরি হয়। সে তলিয়ে যাওয়ার আগে দুই হাত উঁচু করেছিল।”
আরেক প্রত্যক্ষদর্শী আরিফ হোসেন জানান, “গরু দেখতে নদীর তীরে ছিলাম। হঠাৎ পানির শব্দে তাকিয়ে দেখি ঢেউ উঠছে। এরপর একটি মেয়ে ভেসে ওঠে। আমি সাঁতরে কাছে যাওয়ার চেষ্টা করি, কিন্তু সে হাত ছড়িয়ে সাহায্যের ইঙ্গিত দিয়েই তলিয়ে যায়।”
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, লামিয়ার সঙ্গে কলেজপড়ুয়া এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল, যা পরিবার মেনে নেয়নি। এ নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, সে কারণে অভিমান থেকে মেয়েটি আত্মহত্যা করেছে।
তবে লামিয়ার বাবা দেলোয়ার হোসেন বলেন, “গতকাল রাতে মেয়ের জন্মদিন ছিল। জাঁকজমকভাবে অনুষ্ঠানও হয়েছে। কী কারণে নদীতে ঝাঁপ দিল, তা বলতে পারছি না।”
শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর এ টি এম মাহমুদুল হাসান বলেন, “বেলা ১১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পাই। টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিয়ে আড়াইটায় অভিযান শুরু করি। তবে নদীতে স্রোত থাকায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।