জুমবাংলা ডেস্ক: সেন্সর-ভিত্তিক ধানের রোগবালাই ব্যবস্থাপনার রাইস সল্যুশন” মোবাইল ও ওয়েব অ্যাপস উদ্ভাবনের জন্য বাংলাদেশ ধান গবেষনা ইনস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও কৃষি পরিসংখ্যান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. ইসমাইল হোসেন স্মার্ট বাংলাদেশ পুরস্কার ২০২৩ অর্জন করেন।সম্প্রতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এ পুরস্কার প্রদান করেন।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেন্সর-ভিত্তিক ধানের রোগবালাই ব্যবস্থাপনা (রাইস সল্যুশন” মোবাইল ও ওয়েব অ্যাপস) উদ্যোগের আওতায় তৈরিকৃত রাইস সলিউসন মোবাইল ও ওয়েব অ্যাপসের মাধ্যমে কৃত্তিম বুদ্ধিমত্তা ও ইমেজ প্রসেসিং ব্যবহার করে ধানের রোগবালাই ও পোকামাকড় সংক্রান্ত যে কোন সমস্যার ছবি বা তথ্য ইনপুট হিসেবে প্রদান করা হলে স্বয়ংক্রিয়ভাবে প্রেরিত ছবির রোগ বা পোকামাকড়ের সমস্যা নির্ণয়পূর্বক সঠিকতার হার নির্ধারণ করে ব্যবস্থাপনামূলক পরামর্শ প্রদান করছে। কৃষক পর্যায়ে অ্যাপসটির মাধ্যমে সেবা প্রাপ্তিতে সময়, খরচ ও যাতায়াত সাশ্রয়সহ মাঠের সমস্যা মাঠেই সমাধান হচ্ছে।
আক্রান্ত ধান গাছের রোগবালাই ব্যবস্থাপনা সংক্রান্ত পরামর্শমূলক সেবা প্রদান করা হচ্ছে। ফলে এলাকাভিত্তিক ধানের ক্ষেত্রে কোন এলাকায় কোন পোকামাকড় বা রোগের প্রাদুর্ভাব বেশি হলে তদানুযায়ী বিজ্ঞানীদের গবেষণা কার্যক্রমে সহায়ক হওয়ার পাশাপাশি অ্যাপসটি নীতিনির্ধারণী পর্যায়ে দ্ধিান্ত গ্রহণের উপাদান হিসেবে হিসেবে কাজ করছে।
উক্ত অ্যাপসের “ব্রি কমিউনিটিঃ মেনুর মাধ্যমে নিবন্ধিত সকল ব্যবহারকারী ধান সংক্রান্ত যে কোন সমস্যার টেক্সট/ইমেজ/ভয়েস/ভিডিও আপলোডকৃত ফেসবুক গ্রুপের ন্যায় মিথস্ক্রিয়াভিত্তিক আলোচনার অপশন ব্যবহার করতে পারবে। প্রাথমিকভাবে পাইলটিং হিসেব ২টি রোগ (ব্লাস্ট ও টুংরো) এবং ২টি পোকা (বিপিএইচ ও পাতা মোড়ানো) এর ইমেজ সংযোজন রয়েছে। কৃষিমন্ত্রী গত বছরের ডিসেম্বর মাসে ইমেজ এনালাইসিস ভিত্তিক “রাইস সল্যুশন” মোবাইল অ্যাপস এর উদ্বোধন করেন।
এই উদ্ভাবনের উদ্দেশ্যসমূহ হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লেবের প্রযুক্তি কৃত্তিম বুদ্ধিমত্তামেশিন লার্নিং মেথড ও সেন্সর প্রযুক্তি প্রয়োগ করে ইমেজ এনালাইসিস ভিত্তিক ধানের রোগবালাই ও পোকামাকড় ব্যবস্থাপনা পদ্ধতির প্রচলন করা। বিজ্ঞানী, গবেষক, সম্প্রসারণকারী, কৃষকসহ সকল ব্যবহারকারীর জন্য সঠিক রোগ ও পোকামাকড়ের সমস্যা সংক্রান্ত পরামর্শমূলক ব্যবস্থাপনা নিশ্চিত করা। দ্রুত এবং সহজে ধানের রোগবালাই ও পোকামাকড় সংক্রান্ত সমস্যার তাৎক্ষণিক সমাধান ও ব্যবস্থাপনা করা। মাঠেই অ্যাপসভিত্তিক ধানের রোগবালাই নির্ণয় করা। ধানের ফলন বৃদ্ধি ও টেকসই উৎপাদন নিশ্চিতকরণ।
ড. মো. ইসমাইল হোসেন নদী,প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় কাজ করা স্বেচ্ছাসেবী সংস্থা বাংলাদেশ রিভার ট্রাভেলার্স নেটওয়ার্কের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের পরিচালক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।