আবু সাঈদ, বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বৈষম্যহীন ৯ম পে-স্কেল প্রজ্ঞাপন ও অবিলম্বে তা বাস্তবায়নের এক দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দের সংগঠন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্মচারী ইউনিয়ন।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সেখান থেকে তারা সরকারের কাছে অতি দ্রুত নবম পে-স্কেল প্রজ্ঞাপন ও তা বাস্তবায়নের দাবি জানান।
বেরোবি কর্মচারী ইউনিয়নের সভাপতি মনু বলেন, “বর্তমান দ্রব্যমূল্য এবং ২০০৯ সালের দ্রব্যমূল্যের তফাৎ কতটুকু আপনারা জানেন। পে-স্কেল বাস্তবায়ন করলে আমাদের হয়তো বিলাসী জীবনযাপন হবে না, কিন্তু ডাল-ভাত খেয়ে বাঁচতে পারব। সরকারের কাছে জোর দাবি, জানুয়ারি মাস থেকেই যেন এই পে-স্কেল বাস্তবায়ন করা হয়।”
কর্মচারী হিরো বলেন, “আগে চালের কেজি ছিল ৪০ টাকা, এখন ৭০ টাকা। আমাদের বর্তমান বেতন দিয়ে পরিবার চালানো খুবই দুষ্কর হয়ে যাচ্ছে। তাই আমরা সরকারের কাছে নতুন পে-স্কেল দিয়ে আমাদের ন্যায্য অধিকার প্রদান করার দাবি জানাচ্ছি।”
আরও পড়ুনঃ
বেরোবির কর্মচারী মানিক বলেন,”আমরা মাসে শেষে যে বেতন পায় তা দিয়ে আমরা দশ থেকে পনেরো দিন চলতে পারি।মাসের বাকি দিনগুলো আমাদের খুব কষ্টে কাটাতে হয়।আমরা আমাদের বাচ্চাদের ঠিক মত স্কুল খরচ বহন করতে পারি না। “
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


