জুমবাংলা ডেস্ক: কক্সবাজারে হাসপাতালে আনার পর নরমাল ডেলিভারি হয়েছে এক প্রসূতির। কিন্তু এই ডেলিভারিতে ফোনে চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিল ধরা হয়েছে ৯ হাজার টাকা।
গতকাল (৩ ফেব্রুয়ারি) কক্সবাজারের বেসরকারি সেবা প্রতিষ্ঠান ডিজিটাল হাসপাতালে এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা যায়, কক্সবাজারের রামু উপজেলার পাহাড়ি জনপদ ঈদগড় থেকে ছমিরা নামে এক প্রসূতিকে কক্সবাজার আনা হয়। ৩ ফেব্রুয়ারি ভোর সাড়ে পাঁচটায় ডেলিভারির জন্য তাকে ডিজিটাল হাসপাতালে ভর্তি হয়। এ সময় সেখানে কোনও ডাক্তার না থাকাই নার্স আর ধাত্রীর মাধ্যমে স্বাভাবিক ডেলিভারী সম্পন্ন হয়। এরপর বিকালে ছাড়পত্রের জন্য ক্যাশ কাউন্টারে বিল জমা দিতে গেলে হাসপাতালের চার্জ বাবদ ২ হাজার ২শ টাকা, এবং ডাক্তারের সাথে ফোনে কথা বলা এবং পরামর্শের ফি ধরা হয় ৯ হাজার টাকা।
ডাক্তার ছাড়াই স্বাভাবিক বাচ্চা প্রসব করার পরেও কেন এত টাকা ডাক্তারের বিল? জানতে চাইলে কর্তৃপক্ষ কোন সদুত্তর দেন নি। বরং টাকা না দিলে ছাড়পত্র দেবেন না হুমকি দেয় তারা।
অতিরিক্ত বিল আদায়ের ব্যাপারে কক্সবাজার ডিজিটাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শোয়েব ইফতেখার জানান, আমাদের হাসাপাতালের বিল বাবদ ২২শ’ টাকা আমরা নিয়েছি। অতিরিক্ত ৮ হাজার বিলটা ডাক্তারের জন্য নেওয়া হয়েছে।
অভিযোগের বিষয়ে ডিজিটাল হাসপাতালের ডাক্তার ইফফাত সানিয়া বলেন, ‘আমি ডেলিভারির সময় ছিলাম না। তারপরেও আমার ফোন কল হিসেবে এক হাজার টাকা নিয়েছে। কিন্তু ৮ হাজার টাকার ব্যাপারে আমি কিছু জানিনা। হয়তো তা হাসপাতালের খরচ বাবদ নিয়েছে। এটা কর্তৃপক্ষের বিষয়।’
জেলা সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান বলেন, ডিজিটাল হাসপাতালের বিলের বিষয়ে অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।